রোনালদোকে ‘অপমান করায়’ টেন হাগকে ‘ভাঁড়’ বললেন পিটারসেন
ইংলিশ ক্রিকেট কিংবদন্তি কেভিন পিটারসেন যে ফুটবল কিংবদন্তি ক্রিস্তিয়ানো রোনালদোর পাড় ভক্ত সেকথা জানেন প্রায় সকলেই। ম্যাচের পর ম্যাচ তার প্রিয় ফুটবলারকে বদলি হিসেবে খেলাচ্ছিলেন টেন হাগ, আজকের চেলসি ম্যাচে তো জায়গা হয়নি স্কোয়াডেও। সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের এমন অসম্মানে ক্ষোভে ফুঁসে উঠেছেন পিটারসেন। টেন হাগকে 'ভাঁড়' বলে আখ্যা দিয়েছেন সাবেক ইংলিশ তারকা।
নিজেদের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ক্রিকেট তারকাদের বিভিন্ন সময় ওল্ড ট্রাফোর্ড ভ্রমণের কয়েকটি ছবি পোস্ট করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেখানে ছিল পিটারসেনের ছবিও আর সেখানেই বোমা ফাটান ইংলিশ বিস্ফোরক ব্যাটার।
রেড ডেভিলরা পোস্ট করেছিল, 'এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ মৌসুম। আমরা সবসময়ই ক্রিকেট তারকাদের অতিথি হিসেবে গ্রহণ করেছি। তারা ঐতিহাসিক ভেন্যুতে খেলেছে ও অনেক কিংবদন্তিদের সঙ্গে মিলিত হয়েছে।'
সেখানেই কমেন্ট করেন পিটারসেন, 'দয়া করে আমার ছবি সরান। আমি এমন কোন ক্লাবের সঙ্গে সম্পর্ক রাখতে চাই না যেখানে একটা ভাঁড় সবকিছু নিয়ন্ত্রণ করে। আমাদের সময়ের সেরা ফুটবলারকে যে মারাত্মক অসম্মান করছে। এই ভাঁড় যাকে কেউ কখনো মনে রাখবে না তার জেগে ওঠা প্রয়োজন।'
এমন অপমানের পর সেই পোস্ট থেকে পিটারসেনের ছবি সরিয়ে নিয়েছে রেড ডেভিল কর্তৃপক্ষ। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের সর্বশেষ খেলায় টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে আগেভাগে মাঠ ছাড়ায় রোনালদোকে শাস্তি দিয়েছিলেন হাগ। চেলসি ম্যাচের স্কোয়াড থেকে পর্তুগিজ তারকাকে বাদ তো দিয়েছেনই, অনূর্ধ্ব ২১ দলের সঙ্গেও করিয়েছেন অনুশীলন।
Comments