গার্দিওলা বা আনচেলত্তি ব্রাজিলের কোচ হলে খুশি হবেন রোনালদো

ছবি: সম্পাদিত

২০২২ কাতার বিশ্বকাপের পর তিতে ব্রাজিলের কোচ থাকবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। তার স্থলাভিষিক্ত কে হতে পারেন সেটা নিয়ে ইতোমধ্যে শুরু হয়ে গেছে আলোচনা। তিতের উত্তরসূরি হিসেবে দেখা যাবে পেপ গার্দিওলা বা কার্লো আনচেলত্তিকে? এমন কিছু হলে খুশি হবেন বিশ্বকাপজয়ী সাবেক সেলেসাও স্ট্রাইকার রোনালদো।

ফুটবলের মহাযজ্ঞ শুরু হতে আর এক মাসও বাকি নেই। বিশ্বকাপে ব্রাজিলের ২০ বছরের শিরোপাখরা ঘোচানোর অভিযান শুরু হবে 'জি' গ্রুপে। সেখানে তাদের তিন প্রতিপক্ষ সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন। অভিজ্ঞ ফরোয়ার্ড নেইমারসহ এক ঝাঁক তরুণ ফুটবলার নিয়ে আসরের অন্যতম ফেভারিট তিতের দল।

ছয় বছর ধরে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ৬১ বছর বয়সী তিতে। তার অধীনে সবশেষ ২০১৮ রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায় রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর গত বছর কোপা আমেরিকার শিরোপাও হাতছাড়া হয় তাদের। ঘরের মাঠে ফাইনালে তারা হেরে যায় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে। তাই এবার বিশ্বজয়ের প্রত্যাশা পূরণ করতে না পারলে তিতেকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা জোরালো।

ব্রাজিল জাতীয় দলের কোচ পদে সব সময় স্থানীয় কাউকে দেখা গেছে। তাই ম্যানচেস্টার সিটি স্প্যানিশ কোচ গার্দিওলা বা রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে সেই অবস্থানে দেখা হবে রীতিমতো বিস্ময়ের। তারপরও আশাবাদী সাবেক ব্যালন ডি'অর জয়ী তারকা রোনালদো।

শনিবার দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, 'এমন কিছু দেখতে পেলে আমি খুশি হব। একজন ইউরোপিয়ান যিনি কেবল ব্রাজিলিয়ান জাতীয় দলের সঙ্গে নয়, গোটা ব্রাজিলিয়ান ফুটবল ইন্ডাস্ট্রির সঙ্গে থাকবেন। একজন পেপ বা আনচেলত্তির দায়িত্বে আসা হবে ঐতিহাসিক। এটা আমাদের আগামী ১০০ বছরের ইতিহাস পাল্টে দিবে।'

গত ২০ বছরে ইউরোপের বাইরের কোনো দল বিশ্বকাপ জেতেনি। তবে এবার ব্রাজিল আর আর্জেন্টিনারও ভালো সম্ভাবনা দেখছেন রোনালদো, 'বিশ্বকাপে ইউরোপের প্রাধান্য দেখা যাচ্ছে। ফ্রান্স, স্পেন ও জার্মানি সব সময়ই শিরোপাপ্রত্যাশী হিসেবে থাকে। সবশেষ ইউরোতে ইংল্যান্ড ভালো করেছে। তবে আর্জেন্টিনা ৩৫ ম্যাচ ধরে অপরাজিত। ব্রাজিলকেও ভালো দেখাচ্ছে, যদিও এটা থেকে নিশ্চিত করে কিছু বলা যায় না।'

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

1h ago