ফুটবল

রোনালদোর সঙ্গে ইউনাইটেডকে সম্পর্ক ছিন্ন করতে বললেন নেভিল

ক্রিস্তিয়ানো রোনালদো-ম্যানচেস্টার ইউনাইটেড বিতর্ক যেন থামছে না কিছুতেই!
ছবি: সংগৃহীত

ক্রিস্তিয়ানো রোনালদো-ম্যানচেস্টার ইউনাইটেড বিতর্ক যেন থামছে না কিছুতেই! কয়েকদিন আগেই এই পর্তুগিজ তারকাকে স্কোয়াডে না রাখায় চটে যান সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেন। তিনি মেজাজ হারিয়ে 'ভাঁড়' আখ্যা দিয়ে বসেন রেড ডেভিলদের কোচ এরিক টেন হাগকে। এবার কথার লড়াইয়ের আগুনে ঘি ঢেলে পাল্টা বক্তব্য দিলেন গ্যারি নেভিল। রোনালদোর সাবেক এই ইউনাইটেড সতীর্থ বললেন, যত দ্রুত সম্ভব দুই পক্ষের সম্পর্কের ইতি টানা উচিত।

রোববার ব্রিটিশ গণমাধ্যম স্কাই স্পোর্টসের কাছে সাবেক ডিফেন্ডার নেভিল বলেন, 'ক্রিস্তিয়ানো ও ক্লাব এখন কেবল একটা জিনিসই করতে পারে। সেটা হলো আগামী সপ্তাহে বসে এই সম্পর্ক ছিন্ন করা।'

গত সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে খেলা শেষ হওয়ার আগেই বেরিয়ে গিয়েছিলেন রোনালদো। দ্বিতীয়বারের মতো তার এমন বিস্ময়কর কাণ্ড কিছুতেই মেনে নিতে পারছেন না নেভিল, 'তার সতীর্থরা ড্রেসিংরুমে ফেরার আগেই দ্বিতীয়বারের মতো রোনালদো ওল্ড ট্র্যাফোর্ড ছাড়ল। আমাকে বলতেই হবে যে এটা মেনে নেওয়ার মতো না।'

রোনালদোকে ছাড়াই ম্যানইউ যথেষ্ট ভালো খেলে বলেও মন্তব্য করেন এই সাবেক ফুটবলার, 'ক্রিস্তিয়ানোকে খেলানোর প্রশ্ন আসলে দেখা যায়, ম্যানচেস্টার ইউনাইটেড তাকে ছাড়াই ভালো করছে। এরিক টেন হাগ এটা জানে।'

এদিকে, দীর্ঘদিন পায়ের জাদুতে যে খ্যাতির সাম্রাজ্য গড়েছেন রোনালদো, বারবার এমন আচরণে তা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মত দিয়েছেন আরেক সাবেক ইউনাইটেড ডিফেন্ডার ইয়াপ স্টাম, 'সে বিশ্বমানের ছিল। এখনই তাই আছে। তবে বারবার মাঠ ছেড়ে চলে যাওয়ার জন্য আপনি নিশ্চয়ই ইতিহাসের পাতায় নাম লেখাতে চাইবেন না।'

উল্লেখ্য, কোচের কথা উপেক্ষা করে আগেভাগে মাঠ ছাড়ার বড় খেসারত দিতে হয় রোনালদোকে। পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফরোয়ার্ডকে চেলসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। ক্লাবটির অনুশীলন মাঠ ক্যারিংটনে একা একা অনুশীলন করতে হচ্ছে তাকে।

Comments

The Daily Star  | English
VIP movements are Dhaka’s undiagnosed illness

VIP movements are Dhaka’s undiagnosed illness

If the capital's traffic condition makes you angry, you're normal

9h ago