'প্রিমিয়ার লিগে গোলের রেকর্ড ভাঙবেন হালান্ড'

ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকেই রীতিমতো গোলমেশিনে পরিণত হয়েছেন আর্লিং হালান্ড। প্রায় প্রতি ম্যাচেই গোল করছেন এ তারকা। এই ছন্দে গোল করে যেতে পারলে প্রিমিয়ার লিগে গোল দেওয়ার নতুন রেকর্ড গড়া কেবল সময়ের ব্যাপারই মাত্র। এমনটা মানছেন তার কোচ পেপ গার্দিওলাও।
শনিবার প্রিমিয়ার লিগের সবশেষ ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে দলের ৩-১ ব্যবধানের জয়ের ম্যাচেও জোড়া গোল করেন হালান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে টানা সাত ম্যাচে গোল করলেন তিনি। এর আগে ২০১৭-১৮ মৌসুমে সিটির হয়ে এই কীর্তি গড়েছিলেন সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার সের্জিও আগুয়েরো। ফুলহ্যামের বিপক্ষে পরবর্তী হোম ম্যাচে গোল দিলে ছাড়িয়ে যাবেন তাকেও।
আর প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে গোল দিয়েছেন ১৭টি। এ ধারায় গোল করে যেতে পারলে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড হতে পারে মৌসুম শেষ হওয়ার অনেক আগেই। কারণ প্রিমিয়ার লিগে এক মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি বর্তমানে যৌথভাবে অ্যালান শিয়েরার ও অ্যান্ডি কোলের দখলে। দুইজনই করেছেন ৩৪টি করে গোল। এ রেকর্ড ভাঙতে হালান্ডের প্রয়োজন আর ১৮টি গোল। অথচ লিগে এখনও ২৭ রাউন্ড বাকি।
তাই গোল দেওয়ার রেকর্ডটি হতে পারে বলে বিশ্বাস করেন গার্দিওলা, 'জিনিয়াস হতে হবে না, এই গড় নিয়ে প্রতিটি ম্যাচে যদি সে (হালান্ড) এই ছন্দে চলতে থাকে তাহলে সে অবশ্যই রেকর্ড ভাঙবে। কিন্তু ফুটবলে হয়তো আপনি এখন গোল করবেন কিন্তু কয়েকদিনের মধ্যেই গোল করা বন্ধ হয়ে যেতে পারে। আমি জানি না।'
ক্যারিয়ারে দেখা সেরা সব স্ট্রাইকারদের মধ্যেই উচ্চাকাঙ্ক্ষা দেখেছেন বলে জানান সিটি কোচ, 'আমার মনে হয় দল জিতলে সে খুশি হয়, হারলে নয়। আমি আমার ক্যারিয়ারে যত স্ট্রাইকার দেখেছি, স্যামুয়েল ইতো, মেসি, রবার্ট লেভানদোভস্কি, টমাস মুলার, সার্জিও আগুয়েরো, তাদের সবারই গোল করার অবিশ্বাস্য উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। এটা স্বাভাবিক, তাকেও এমন হতে হবে।'
আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ফিরতি পর্বের ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে সিটিজেনরা। মাস তিনেক আগেও এই ক্লাবের হয়ে খেলছেন হালান্ড। এ ক্লাবে আড়াই বছরে ৮৯ ম্যাচে ৮৬ গোল করে যোগ দেন সিটিকে।
Comments