চোটের ভয় পেলে বাড়ি বসে সিনেমা দেখা উচিত: আনচেলত্তি
কাতার বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি মাত্র ২৬ দিন। তবে ফুটবলের সর্বোচ্চ মর্যাদার আসরের আগে অধিকাংশ দলের জন্য শঙ্কার নাম থাকে চোট। তাই চোটে পড়ার ভয়ে কোনো ফুটবলার যদি পা বাঁচিয়ে খেলতে চান, আর যেখানেই হোক, রিয়াল মাদ্রিদ স্কোয়াডে ঠাঁই মিলবে না তার। এ কথা সাফ জানিয়ে দিলেন ক্লাবটির কোচ কার্লো আনচেলত্তি।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর যাত্রা ইতোমধ্যে নিশ্চিত করে ফেলেছে শিরোপাধারী রিয়াল। তবে চোটের ভয়ে ফুটবলারদের পা বাঁচিয়ে খেলা মেনে নেবেন না আনচেলত্তি। রিয়ালে খেলতে হলে তাদের উজাড় করে দিতে হবে নিজেদেরকে। মঙ্গলবার দিবাগত রাত একটায় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আরবি লাইপজিগের মাঠে নামার আগে শিষ্যদের এই সতর্ক বার্তা দেন তিনি।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্প্যানিশ লা লিগার পরাশক্তি রিয়ালের কোচ বলেন, 'চোট ফুটবলে থাকবেই। তুমি যদি চোটে পড়তে না চাও, সোফায় বসে থাকো। অনুশীলনে সতীর্থের সঙ্গে ধাক্কা লেগেও কেউ চোটে পড়তে পারে।'
ইতালিয়ান তারকা কোচ আনচেলত্তি যোগ করেন, 'কেউ যদি আমাকে বলে, সে (চোটের) ভয় পাচ্ছে, তার বাড়িতে বসে টিভি সিরিজ বা সিনেমা দেখা উচিত, এগুলো প্রচুর আছে।'
বিশ্বকাপকে সামনে রেখে ক্লাব ফুটবলের ব্যস্ত সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক ফুটবলারই। তবে খেলোয়াড়রা বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা করছে, এ কথা মানতে নারাজ রিয়াল বস, 'আমি বিশ্বাস করি না যে খেলোয়াড়রা বিশ্বকাপ নিয়ে চিন্তা করছে। যদিও সবাই সুস্থ শরীরে বিশ্বকাপে যেতে চায়। তুমি সুস্থ অবস্থায় বিশ্বকাপে যেতে পারবে, যদি তোমার ধারাবাহিকতা থাকে।'
নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেলেও কোনো ম্যাচকে হালকাভাবে নিতে নারাজ আনচেলত্তি। তাই দুর্দান্ত ছন্দে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুসকে বিশ্রাম দেওয়ার পক্ষপাতী নন তিনি। লাইপজিগের বিপক্ষে তিনি খেলাতে চান পুরো শক্তির দল, 'না (বিশ্রাম পাচ্ছে না), ভিনি খেলবে। সে ক্লান্ত নয়।'
Comments