‘শ্রেষ্ঠত্ব প্রমাণের এটাই সুযোগ’, বলছেন জাভি
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই বার্সেলোনা। গ্রুপ পর্বের চার ম্যাচ খেলে কেবল একটিতে জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে স্প্যানিশ জায়ান্টরা। বুধবার দিবাগত রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হওয়ার প্রাক্কালে দলটির কোচ জাভি হার্নান্দেজ জানালেন, নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের এটাই সুযোগ।
জার্মান ক্লাবটির সঙ্গে সর্বশেষ দেখায় তাদের ঘরের মাঠে ২-০ গোলে পরাস্ত হয়েছিল বার্সেলোনা। এরপর আবারও ইন্টার মিলানের বিপক্ষে হার। সর্বশেষ ঘরের মাঠে লাওতারো মার্টিনেজদের সঙ্গে ড্র করে শেষ ষোলর আগেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়ে কাতালান ক্লাবটি। তবে অতীত ভুলে বায়ার্নের বিপক্ষে জিততে চান জাভি।
সংবাদ সম্মেলনে বার্সা কোচ বলেন, 'মিলানে যাই হয়েছে, এবার আমাদের জিততে হবে। আমাদের এমনভাবে খেলতে হবে যেন আমাদের খেলাই সবকিছু। দেখিয়ে দিতে হবে আমরা বায়ার্নের চেয়ে ভালো দল।'
গ্রুপ পর্বের পরবর্তী দুই ম্যাচ জিতলে পরের রাউন্ডে যেতে পারবে রবার্ট লেভানদোভস্কিরা, নেই এমন কোন নিশ্চয়তা। এই দুই ম্যাচ জেতার পাশাপাশি ভাগ্যের সহায়তাও প্রয়োজন পড়বে জাভির দলের। তবে ফুটবলে যেকোনো সময় অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে বলে মনে করেন বার্সা কোচ।
জাভি বলেন, 'আমি মিরাকল নিয়ে কথা বলতে পছন্দ করতে করি না। আমাদের সামান্য আশা আছে। যদিও খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই আমরা। সমীকরণ এখনও আমাদের বিপক্ষে তবে অপ্রত্যাশিত ঘটনা ঘটতেই পারে।'
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়লেও নিজেদের সক্ষমতা প্রমাণ করেই বিদায় নিতে চান ব্লগ্রানা কোচ। সেই সঙ্গে বায়ার্নের মাঠে হারকে দুর্ঘটনাও আখ্যা দেন তিনি, 'আমরা যদি বাদও পড়ি আমাদের দেখাতে হবে আমরা ভালো দল ও সেরা দলগুলোর মোকাবিলা করতে সক্ষম। মিউনিখে সেই ম্যাচটি অপমানজনক ছিল কারণ ভালো কিছু আমাদের প্রাপ্য ছিল। সেটা একটা দুর্ঘটনা ছিল।'
তবে নিজেদের ভুল স্বীকার করতে পিছপা হলেন না সাবেক এই কিংবদন্তি মিডফিল্ডার, 'আমরা যেই পর্যায়ে থাকতে চাই কয়েকটি খেলায় আমরা সেখানে ছিলাম না। আমার মনে হচ্ছে সবকিছু আমাদের হাতেই ছিল কিন্তু এখন আর কোন কিছুই আমরা নিয়ন্ত্রণ করছি না। আমরা এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমাদের ভুলেই।'
Comments