পিকের জায়গায় মার্তিনেজকে চায় বার্সেলোনা
হুট করেই বার্সেলোনাকে বিদায় জানিয়ে দিয়েছেন জেরার্দ পিকে। ঠাসা সূচির কারণে স্বাভাবিকভাবেই একজন ডিফেন্ডারের অভাব বোধ করবে ক্লাবটি। তাই আগামী জানুয়ারির ট্রান্সফারে উইন্ডোতেই তার বিকল্প হিসেবে অ্যাথলেটিক বিলবাওয়ের সেন্টার ডিফেন্ডার ইনিগো মার্তিনেজকে চায় কাতালান ক্লাবটি।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের সংবাদ অনুযায়ী, এরমধ্যেই পিকের বিকল্প খোঁজার কাজে নেমেছে বার্সেলোনা। মার্তিনেজকে মনে ধরেছে তাদের। মৌসুম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলে মুফতেই তাকে পাবে ক্লাবটি। কারণ জুনেই বিলবাওর সঙ্গে চুক্তির মেয়াদ ফুরচ্ছে মার্তিনেজের।
তবে পিকের শূন্যতা পূরণে জানুয়ারিতেই এক দফা চেষ্টা করবে বার্সেলোনা। বনিবনায় হলে জুনেই তাকে দলে টানবে বলে জানিয়েছে স্পোর্ত। আর শেষ পর্যন্ত তাকে জুনেই পেতে হতে পারে ক্লাবটিকে। কারণ মৌসুমের মাঝে মার্তিনেজকে ছাড়ার কোনো ইচ্ছাই নেই বিলবাওর।
শেষ পর্যন্ত এ স্প্যানিশ ডিফেন্ডারকে না পেলে বিকল্প হিসেবে কাউকে কিনবে না বলে জানা গেছে। সেক্ষেত্রে দলের চার ডিফেন্ডার জুলস কুন্দে, এরিক গার্সিয়া, আন্দ্রেস ক্রিস্তেনসেন ও রোনালদ আরাহোর উপর নির্ভর করবে দলটি। তবে সমস্যা হচ্ছে এখনও ইনজুরির কারণে মাঠের বাইরে আরাহো ও ক্রিস্তেনসেন। তবে জানুয়ারিতেই আরাহো কে পাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের।
এদিকে সবাই ভেবেছিল মৌসুম শেষ করে ফুটবলকে বিদায় জানাবেন পিকে। কিন্তু ক্লাবের আর্থিক ঘাটতিসহ নিজের ছন্দহীনতার কারণে আগেভাগেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন এ স্প্যানিশ ডিফেন্ডার। ক্লাবটির জন্য চমক হলেও দলের সতীর্থ, কোচিং স্টাফসহ ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি আগেই অবগত ছিলেন।
Comments