রিয়ালের মুখোমুখি লিভারপুল, বায়ার্নের প্রতিপক্ষ পিএসজি
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ড্র এবার বেশ চমকই উপহার দিয়েছে ফুটবল ভক্তদের। গত আসরের দুই ফাইনালিস্টের দেখা হচ্ছে নক পর্বের শুরুতেই। দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। ফলে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রতিধোধ নেওয়ার দারুণ সুযোগ পেয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। প্রতিশোধের সুযোগ রয়েছে পিএসজিরও। তাদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ।
সোমবার (৭ নভেম্বর) সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত হয় নকআউট পর্বের ড্র।
লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও নেইমারের দল পিএসজি এবার গ্রুপ রানার্স আপ হওয়ার পরই আশঙ্কা ছিল শুরুতেই একটি বড় ম্যাচের। হয়েছেও তাই। প্রতিপক্ষ হিসেবে ২০২০ সালের ফাইনালিস্ট বায়ার্নকেই পায় তারা। তবে ভাগ্যটা সঙ্গে গিয়েছে পিএসজিকে হটিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া বেনফিকার। তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে এ আসরে চমক দেখানো ক্লাব ব্রুজকে।
২০২১ সালের দুই ফাইনালিস্ট চেলসি ও ম্যানচেস্টার সিটি কিছুটা সহজ প্রতিপক্ষই পেয়েছে। চেলসি লড়বে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। আরেক ফাইনালিস্ট সিটির প্রতিপক্ষও জার্মান ক্লাব। আরবি লাইপজিগের মুখোমুখি হবে পেপ গার্দিওলার শিষ্যরা।
ইতালিয়ান তিন ক্লাব অবশ্য শুরুতে কিছুটা সহজ প্রতিপক্ষ পেয়েছে। ইতালিয়ান চ্যাম্পিয়ন এসি মিলানের প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পার্স। আর গত আসরের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন অ্যাইনট্র্যাক্ট ফ্রাঙ্কফুর্টকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে এবার মৌসুম জুড়ে দুর্দান্ত খেলতে থাকা নাপোলি। ইন্টার মিলান মুখোমুখি হবে এফসি পোর্তোর।
আগামী বছরের ১৪ ও ১৫ ফেব্রুয়ারি এবং ২১ ও ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে রাউন্ড ১৬-এর ম্যাচ।
শেষ ষোলোতে মুখোমুখি হচ্ছে কারা:
আরবি লাইপজিগ বনাম ম্যানচেস্টার সিটি
ক্লাব ব্রুজ বনাম বেনফিকা
রিয়াল মাদ্রিদ বনাম লিভারপুল
এসি মিলান বনাম টটেনহ্যাম হটস্পার্স
অ্যাইনট্র্যাক্ট ফ্রাঙ্কফুর্ট বনাম নাপোলি
বরুশিয়া ডর্টমুন্ড বনাম চেলসি
ইন্টার মিলান বনাম এফসি পোর্তো
পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ
Comments