পেলের মৃত্যুতে ব্রাজিলে তিনদিনের রাষ্ট্রীয় শোক, অন্ত্যেষ্টিক্রিয়া হবে যেখানে

ফুটবল মহারাজা পেলের প্রয়াণ স্পর্শ করেছে গোটা দুনিয়া। স্বাভাবিকভাবেই নিজেদের ইতিহাসের শ্রেষ্ঠতম ক্রীড়াবিদের মৃত্যুতে শোকে কাতর পুরো ব্রাজিল। এই কিংবদন্তির মৃত্যুতে ব্রাজিল সরকার তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এদিকে পেলের ইচ্ছানুযায়ী অন্ত্যেষ্টিক্রিয়া কোথায় হবে, তা ঠিক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ৮২ বছর বয়েসে মারা যান তিনবারের বিশ্বকাপ জেতা মহাতারকা। পেলের মৃত্যুর পর পরই ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বোলসোনারো দেশটিতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।
২০২২ সালের একদম শেষ দিকে বিদায় নিলেও পেলের দেহ সমাহিত করা হবে নতুন বছরের শুরুতে। শারীরিক অবস্থা অবনতির পরই নিজের ইচ্ছা জানিয়ে যান পেলে। সেই অনুযায়ী তার মরদেহ নিয়ে যাওয়া হবে সাও পাওলোর ভিলা বেলমিরো স্টেডিয়ামে। সমাহিতের জন্য প্রস্তুত করা হবে আলবার্ট আইনস্টাইন স্টেডিয়াম।
২ জানুয়ারি পেলের মরদেহ নেওয়া হবে সান্তোস ক্লাব প্রাঙ্গণে। ৩ জানুয়ারি সান্তোসের রাস্তায় পেলের মরদেহ নিয়ে হবে অন্তিম যাত্রা। পেলের কফিন নিয়ে যাওয়া হবে কেলেস্তে। যেখানে এখনো ১০০ বছর বয়েসী তার মা ডোনা কেলেস্তে জীবিত। শয্যাশায়ী পেলের মাকে দেখানো হবে ছেলের দেহ।
সব আনুষ্ঠানিকতা সেরে মেমোরিয়াল নেকরোপোল একিউমেনিকা সমাধিস্থলে সমাহিত করা হবে তর্কসাপেক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলারকে। পেলের সমাহিত করার আয়োজন জনসাধারণের জন্য উন্মুক্ত থাকছে না।
Comments