সালাউদ্দিনের পুরস্কার বাফুফে প্রত্যাখ্যান করায় প্রশ্ন তুলল বিএসপিএ

সংগঠনের ৬০ বছর পূর্তিতে বাংলাদেশের ইতিহাসের সেরা ১০ ক্রীড়াবিদকে বাছাই করে পুরস্কৃত করেছে ও সম্মাননা দিয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। গত ৩০ ডিসেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে 'দ্বিতীয় সেরা'র পুরস্কার নেন কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন।
পরদিন অবশ্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া কর্মকর্তার স্বাক্ষরিত এক চিঠিতে বাফুফে সভাপতি সালাউদ্দিনের পুরস্কার প্রত্যাখ্যানের বিষয়টি জানানো হয় বিএসপিএকে। একই সঙ্গে ট্রফি ও পুরস্কারের অর্থ ফেরত দেওয়া হয়। বাফুফের সেদিনকার কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন বীর মুক্তিযোদ্ধাকে উক্ত প্রহসনের পুরস্কার প্রদান বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও স্বাধীন বাংলা ফুটবল দলকে অবমাননা করার সামিল এবং একই সঙ্গে ক্রীড়াঙ্গন তথা ফুটবল সংশ্লিষ্ট সকলের জন্য অবমাননাকর।
সালাউদ্দিনের পুরস্কার বাফুফের প্রত্যাখ্যান করার প্রসঙ্গে নিজেদের বক্তব্য জানিয়েছে বিএসপিএ। রোববার সাধারণ সম্পাদক সামন হোসেনের স্বাক্ষর করা বিবৃতিতে বলা হয়েছে, 'বিএসপিএ পুরস্কার দিয়ে সম্মান জানিয়েছে সাবেক ফুটবল সুপারস্টার কাজী সালাউদ্দিনকে। এই সম্মাননা তার খেলোয়াড়ি জীবনের কীর্তির জন্য। কিন্তু ব্যক্তির পুরস্কার কী করে বাফুফের নির্বাহী কমিটির বিষয় হয়ে ওঠে, তা আমাদের বোধগম্য নয়। বাফুফের চিঠিতে এটাকে "প্রহসনের পুরস্কার" বলা হয়েছে, যা খুবই দুর্ভাগ্যজনক। প্রথমত, বাফুফে এর কোনো অংশ নয়। দ্বিতীয়ত, প্রহসনের পুরস্কার বললে বাকি পুরস্কারপ্রাপ্ত কীর্তিমানদের অসম্মান করা হয়।'
সেখানে আরও বলা হয়েছে, 'বিএসপিএ খুব আধুনিক, সুন্দর ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে দেশের ক্রীড়া ইতিহাসের সেরা ১০ ক্রীড়াবিদকে বাছাই করেছে। এটা আমাদের জন্য নতুন হলেও বিশ্বের বিভিন্ন দেশে খুবই প্রচলিত সংস্কৃতি। বিএসপিএ অগ্রণী ভূমিকা নিয়ে কাজটা করেছে এবং ক্রীড়াঙ্গনের সেরাদের সম্মান জানাতে পেরে খুশি। আর ক্রীড়াবিদদের পুরস্কৃত করা ও সম্মান জানানোর ধারা বিএসপিএর অনেক পুরোনো। সেই ১৯৬৪ সাল থেকে বর্ষসেরা ক্রীড়া পুরস্কার দিয়ে আসছে এবং এটা ক্রীড়াঙ্গনের সর্বপ্রথম, খুবই গ্রহণযোগ্য ও নিরপেক্ষ বলেই বিবেচিত। এটাই আমাদের গর্ব।'
উল্লেখ্য, বিএসপিএ বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রীড়াবিদের মর্যাদা দিয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানকে। দ্বিতীয় হয়েছেন সালাউদ্দিন, তৃতীয় স্থান পেয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। সংগঠনটি গত ৩০ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছিল, তারা ঘরোয়া ও আন্তর্জাতিক সাফল্য এবং জনপ্রিয়তার বিচারে সেরা ১০ ক্রীড়াবিদকে বাছাই করেছে স্বাধীন ও স্বতন্ত্র বিচারকমণ্ডলীর মাধ্যমে।
Comments