২০২৩ সাল হবে কিয়েসা-জানিওলোর: ইতালি কোচ

২০২২ সালটা মোটেও ভালো যায়নি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির। কাতার বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে দুর্বল উত্তর মেসিডোনিয়ার কাছে হেরে বিদায় নিতে হয়। ফলে টানা দ্বিতীয় বারের মতো বিশ্বকাপে দর্শক ছিল আজ্জুরিরা। তবে নতুন বছরে দারুণভাবে ফিরে আসার প্রত্যয় প্রকাশ করেন দলটির কোচ রবার্তো মানচিনি। আর এ বছরটা ফেদেরিকো কিয়েসা ও নিকোলো জানিওলোর হবে বলে মনে করেন এ কোচ।
বিশ্বকাপে ইতালি জায়গা করে নিতে না পারায় মানচিনিকে নিয়ে অনেক সমালোচনাই হয়েছে। ছিল ছাঁটাইয়ের গুঞ্জনও। কিন্তু শেষ পর্যন্ত ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী কোচের উপরই আস্থা রাখে দলটি। তার পরবর্তী মিশন ২০২৪ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। শিরোপা ধরে রাখার মিশনে বেশ আত্মবিশ্বাসী মানচিনি।
সম্প্রতি শীর্ষস্থানীয় ইতালিয়ান সংবাদমাধ্যম লা গাজেত্তা দেল্লো স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে ইতালির ঘরোয়া ফুটবল নিয়ে নানা কথা বলেছেন এ কোচ। সিরিআয় নাপোলির আধিপত্য, মিলানের ফিরে আসা ও জুভেন্তাসের সংগ্রাম নিয়েও অনেক কথা বলেছেন। সেখানেই কিয়েসা ও জানিওলোর ভূয়সী প্রশংসা করেন এ ইতালিয়ান।
নতুন বছরটা কেমন হবে জানতে চাইলে মানচিনি বলেন, 'ক্লাবগুলোতে এবার (২০২২ সালে) অনেক খেলোয়াড় ইনজুরিতে পড়েছে। তাতে অনেক তরুণ খেলোয়াড় সুযোগ পেয়েছে। তবে কিয়েসা ও জানিওলো যদি সুস্থ থাকে এ বছরটা ওদের হতে যাচ্ছে। ২০২০ ইউরোর পর আমি তাদের পাইনি। যদি ওদের পাই আমার সেরা স্কোয়াড পাই তাহলে ভালোভাবে আবার শুরু করতে পারব।'
এবার নেশন্স লিগের সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে ইতালি। আর শিরোপা জয় করেই ঘুরে দাঁড়ানোর মিশন শুরু করতে চান মানচিনি, 'হয়তো এবার ২০২৩ সালে একটা জিনিস আমাদের আনতে হবে, এই জুনে নেশন্স লিগ। এটা আমাদের উপর নির্ভর করছে, ভালো সম্ভাবনা আছে। আমার মনে হয় না খারাপ হবে...'
Comments