সব দেশে পেলের নামে স্টেডিয়াম বানানোর অনুরোধ করবে ফিফা

পেলের শেষ ইচ্ছা অনুযায়ী শবদেহ নিয়ে যাওয়া হয়েছে সান্তোসের মাঠে। ক্যারিয়ারের শেষ দুই বছর নিউইয়র্ক কসমসে খেলার আগে ১৮ বছর এই ক্লাবেই ছিলেন এই কিংবদন্তি। সেখানে তাকে শ্রদ্ধা জানাতে একটি দাবি তুলেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বের প্রতিটি দেশকে পেলের নামে স্টেডিয়াম তৈরির অনুরোধ করবেন বলে জানান তিনি।

সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয় সংবাদকর্মীদের ফিফা সভাপতি বলেন, 'পেলে চিরন্তন। তিনি ফুটবলের বৈশ্বিক আইকন। আমরা বিশ্বের প্রতিটি দেশকে অনুরোধ করব তাদের একটি স্টেডিয়াম যেন পেলের নামে নামকরণ করা হয়। যেন প্রতিটি শিশু পেলের গুরুত্ব বুঝতে পারে।'

দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় গত বৃহস্পতিবার পৃথিবীকে বিদায় জানান 'ফুটবলের রাজা' খ্যাত পেলে। বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি কয়েক বছর ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন তিনি। সোমবার তার প্রিয় ক্লাব সান্তোসে চলছে শেষ শ্রদ্ধার অনুষ্ঠান। স্থানীয় সাধারণ মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন পেলেকে।

আজ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত এখানেই রাখা হবে তাঁর কফিন। এরপর সান্তোসের রাস্তায় পেলের মরদেহ নিয়ে হবে অন্তিম যাত্রা। নিয়ে যাওয়া হবে কেলেস্তে। যেখানে রয়েছেন ১০০ বছর বয়সী তার মা ডোনা সেলেস্তে আরান্তেস। শয্যাশায়ী পেলের মাকে দেখানো হবে ছেলের দেহ।

সব আনুষ্ঠানিকতা সেরে মেমোরিয়াল নেকরোপোল একিউমেনিকা সমাধিস্থলে সমাহিত করা হবে তর্কসাপেক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলারকে। পেলের ইচ্ছা অনুযায়ী এখানেই সমাহিত করা হবে তাকে। যেখান থেকে পরিষ্কার দেখা যাবে ভিলা বেলমিরোর মাঠ। তবে তাঁর শেষকৃত্যে জনসাধারণের জন্য উন্মুক্ত থাকছে না। থাকবেন শুধুই পরিবারের সদস্যরা।

Comments

The Daily Star  | English

After Jamaat, NCP urges chief adviser to act against Jatiya Party

JP helped Awami League 'legalise last three illegal elections', it says

9m ago