সৌদিতে পরস্পরের মুখোমুখি হচ্ছেন রোনালদো-মেসি

ছবি: এএফপি

ইউরোপ ছেড়ে ক্রিস্তিয়ানো রোনালদো পাড়ি জমিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। অন্যদিকে, লিওনেল মেসি আছেন ফরাসি পরাশক্তি পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের পথে। দুই মহাতারকা দুই মহাদেশে থাকলেও খুব শিগগিরই পরস্পরের মুখোমুখি হতে পারেন তারা। কীভাবে সম্ভব? চলতি জানুয়ারি মাসেই একটি প্রীতি ম্যাচে আল নাসর ও আল হিলালের বাছাই করা খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত দলকে মোকাবিলা করতে পারে পিএসজি।

গত মাসে কাতারের মাটিতে আর্জেন্টিনার জার্সিতে প্রথমবার বিশ্বকাপ জেতার স্বাদ পান মেসি। ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড দ্বিতীয়বারের মতো আসরের সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বলও নিজের অর্জনের ঝুলিতে ঢোকান।

সময়ের সেরা ফুটবলারের লড়াইয়ে মেসির লম্বা সময়ের প্রতিদ্বন্দ্বী রোনালদোর পর্তুগাল ছিটকে যায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে। ফুটবলের মহাযজ্ঞ শুরুর আগেই বিস্ফোরক এক সাক্ষাৎকার দিয়েছিলেন সিআর সেভেন। যার ফলশ্রুতিতে পারস্পরিক সমঝোতায় ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে হয় তাকে। এক মাসের বেশি সময় ক্লাববিহীন থাকার পর সম্প্রতি ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের ঠিকানা হয়েছে আল নাসর।

মেসি ও রোনালদো যথাক্রমে ইউরোপ ও এশিয়াতে থাকায় তাদের মধ্যকার মাঠের লড়াই আর দেখতে না পাওয়ার শঙ্কা জাগে। ফুটবলপ্রেমীদের অনেকে হয়ে পড়েন আবেগী। তবে তাদের জন্য সুখবর নিয়ে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যম। এই মাসের শেষদিকে রিয়াদ সিজন কাপে মুখোমুখি হতে পারেন মেসি ও রোনালদো।

মূলত, লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজির পরিকল্পনা ছিল গত বছরই সৌদি আরবে যাওয়ার। করোনাভাইরাস মহামারী কারণে সেটা আটকে গেলেও চুক্তি অনুসারে প্যরিসিয়ানদের বাধ্যবাধকতা রয়েছে সফর করার। ফলে সৌদিতে খেলতে যেতেই হবে পার্ক দে প্রিন্সেসের ক্লাবটিকে। মঙ্গলবার স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, প্রীতি ম্যাচ খেলতে মেসিও দলের সঙ্গে উড়ে যাবেন সৌদিতে।

অস্ট্রেলিয়ান গণমাধ্যম ফক্স স্পোর্টস জানিয়েছে, চুক্তি অনুযায়ী, পিএসজি মোকাবিলা করবে আল নাসর ও আল হিলালের ফুটবলারদের নিয়ে গঠিত দলের। সেক্ষেত্রে রোনালদোর জোরালো সম্ভাবনা রয়েছে মেসির পাশাপাশি নেইমার ও কিলিয়ান এমবাপের বিপক্ষে মাঠে নামার। ধারণা করা হচ্ছে, আগামী ১৯ জানুয়ারি মাঠে গড়াবে প্রীতি ম্যাচটি। কারণ, ১৬ থেকে ৩০ জানুয়ারির মধ্যে দুই সপ্তাহ অন্য কোনো ম্যাচ নেই পিএসজির।

Comments