ফিরলেও পিএসজির জার্সিতে মাঠে নামতে অপেক্ষায় মেসি

বিশ্বকাপ জয়ের পর একটা লম্বা ছুটি প্রাপ্যই ছিল লিওনেল মেসির। সেই ছুটি কাটিয়ে পিএসজির অনুশীলনে ফিরে সতীর্থদের উষ্ণ সংবর্ধনায় সিক্ত হয়েছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি'অরজয়ী তারকা। তবে ক্লাবের সঙ্গে যোগ দিলেও ফরাসি কাপের ম্যাচে শাতৌর বিপক্ষে মাঠে নামা হচ্ছে না লা পুল্গার। বিষয়টি নিশ্চিত করেছেন প্যারিসিয়ানদের কোচ ক্রিস্তফ গালতিয়ে।
ছবি: পিএসজি

বিশ্বকাপ জয়ের পর একটা লম্বা ছুটি প্রাপ্যই ছিল লিওনেল মেসির। সেই ছুটি কাটিয়ে পিএসজির অনুশীলনে ফিরে সতীর্থদের উষ্ণ সংবর্ধনায় সিক্ত হয়েছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি'অরজয়ী তারকা। তবে ক্লাবের সঙ্গে যোগ দিলেও ফরাসি কাপের ম্যাচে শাতৌর বিপক্ষে মাঠে নামা হচ্ছে না লা পুল্গার। বিষয়টি নিশ্চিত করেছেন প্যারিসিয়ানদের কোচ ক্রিস্তফ গালতিয়ে।

কাতার বিশ্বকাপ শেষে লিগ ওয়ানের শিরোপাধারীদের অন্যান্য খেলোয়াড়রা ফিরেছিলেন আগেই। ফলে পার্ক দে প্রিন্সেসের ক্লাবটির অপেক্ষা ছিল কেবল আর্জেন্টিনা অধিনায়ক মেসির জন্য। আলবিসেলেস্তেদের ৩৬ বছরের শিরোপাখরা ঘোচানোর নায়ক প্রত্যাবর্তনে সতীর্থদের কাছ থেকে পেয়েছেন 'গার্ড অব অনার'। উপহার হিসেবে সে সময় তার হাতে তুলে দেওয়া হয়েছে একটি ট্রফিও।

আগামীকাল শুক্রবার রাতে (৭ জানুয়ারি) শাতৌর মাঠে আতিথ্য নেবে পিএসজি। ওইদিন মেসির খেলা নিয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গালতিয়ে বলেন, 'সে (মেসি) খেলবে না। (এই বিষয়ে) তার সঙ্গে আলোচনা করা হয়েছে। আগামী ম্যাচে (অঁজির বিপক্ষে) তাকে প্রস্তুত চাই আমরা।'

৩৫ বছরে এসেও মরুর বুকে ফুটবলের মহাযজ্ঞে অনন্য ছিলেন মেসি। আসরজুড়ে সাত গোল ও তিন অ্যাসিস্টের পাশাপাশি মোট ২১ বার সতীর্থদের গোলের সুযোগ তৈরি করে জিতে নেন সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। এমন চোখ ধাঁধানো বিশ্বকাপ কাটানোর পর একজন খেলোয়াড়ের শারীরিক ক্লান্তি পেয়ে বসাটা খুবই স্বাভাবিক।

সেটা মাথায় রেখেই গালতিয়ে চেয়েছিলেন পরিবারের সঙ্গে লম্বা ছুটি কাটিয়ে মেসি চাঙা হয়ে ফিরুক, 'সে দারুণ একটি বিশ্বকাপ কাটিয়েছে। দেশে (আর্জেন্টিনায়) ফিরে (বিশ্বকাপ জয়) উদযাপনের জন্য (দেশবাসীর কাছে) সে প্রতিশ্রুতিবদ্ধ ছিল এবং আমরা চেয়েছিলাম বাড়িতে পরিবারের সঙ্গে থেকে সে (বিশ্বকাপের) ক্লান্তি কাটিয়ে উঠুক।'
  
এদিকে, শাতৌর বিপক্ষে বিধ্বংসী আক্রমণভাগের অপর দুই তারকা কিলিয়ান এমবাপে ও নেইমার জুনিয়রকেও পাচ্ছে না পিএসজি। বন্ধু ও ক্লাব সতীর্থ আশরাফ হাকিমিকে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছুটি কাটাতে গেছেন ফরাসি স্ট্রাইকার এমবাপে। আর বৃহস্পতিবারের অনুশীলনে যোগ দেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।

নেইমারের অনুশীলনে অনুপস্থিত থাকা নিয়ে ফরাসি কোচ গালতিয়ে বলেন, 'আমরা জানতাম যে বিশ্বকাপের পর (কয়েকজন) অনুপস্থিত থাকবে। আর অনুশীলনে নেইমারের অনুপস্থিতির বিষয়ে... বিশ্বকাপ থেকে ফেরার পর সকল খেলোয়াড়ের (শারীরিক অবস্থা) মূল্যায়ন করে এটা (ছুটি) আগেই নির্ধারণ করা হয়েছিল।'

আগামী বুধবার রাতে (১২ জানুয়ারি) লিগ ওয়ানে অঁজির বিপক্ষে মাঠে নামবে গালতিয়ের শিষ্যরা। সেই ম্যাচে পুরোপুরি ফিট মেসিকে প্রত্যাশা করছে আসরের শিরোপাধারী পিএসজি। ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চলতি মৌসুমেও পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে তারাই।

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

13h ago