জিদানের কাছে ক্ষমা চাইলেন ফ্রেঞ্চ ফুটবল সভাপতি

ফুটবলের জীবন্ত কিংবদন্তি জিনেদিন জিদান। খেলোয়াড়ি জীবনে ফ্রান্সের জার্সিতে জিতেছেন বিশ্বকাপ ও ইউরো, এরপর কোচিং ক্যারিয়ারেও কুড়িয়েছেন সুনাম। তাকেই কি-না চরমভাবে হেয় করে বসেন ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লা গ্রিত। এতে ক্ষেপে উঠেন জিদান ভক্তরা, কিলিয়ান এমবাপেও একহাত নেন গ্রিতকে। ব্যাপক সমালোচনার মুখে এবার ক্ষমা চাইলেন ৮১ বছর বয়সী এই সভাপতি।

জিদান যোগাযোগের চেষ্টা করলে তার ফোনই নাকি ধরতেন না, সম্প্রতি এমনটা বলেন এফএফএফ সভাপতি। এর জেরে রোববার রাতে সামাজিক মাধ্যম টুইটারে কাতার বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী এমবাপে লিখেন, 'জিদান মানেই ফ্রান্স, আমরা এই কিংবদন্তিকে এভাবে অসম্মান করি না।'  

সোমবার ফরাসি গণমাধ্যম লা'কিপের বরাতে এক বিবৃতিতে গ্রিত বলেন, 'এই মন্তব্যগুলির জন্য আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাইতে চাই যা একেবারেই আমার চিন্তাভাবনাকে প্রতিফলিত করে না। তিনি যেমন খেলোয়াড় ছিলেন এবং যেমন কোচ হয়েছেন, (মন্তব্যগুলো) তার প্রতি আমার বিবেচনার প্রতিফলন ঘটায় না। আমি স্বীকার করছি অপ্রীতিকর মন্তব্য করেছিলাম যেটা ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছিল। জিদান জানে তার প্রতি আমার অপরিসীম সম্মান রয়েছে, সকল ফরাসির মতো।'

ঘটনার সূত্রপাত জিদানের ফ্রান্সের কোচ হওয়া প্রসঙ্গে। বিশ্বকাপের পর বর্তমান কোচ দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হতে চলেছেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি মিডফিল্ডার, এমন খবর উড়ছিল বাতাসে। তবে শনিবার দেশমের সঙ্গে চুক্তি নবায়নের ঘোষণা দেয় এফএফএফ। এদিকে ফ্রান্সের মতো ব্রাজিলের কোচ হওয়ার দৌড়েও বেশ জোরেশোরে শোনা যাচ্ছিল জিদানের নাম। এই বিষয়ে গ্রিতকে প্রশ্ন করা হলে বোমা ফাটান তিনি।

জিদান যদি ব্রাজিলের দায়িত্ব নেন তবে কেমন বোধ করবেন এমন প্রশ্নে ফরাসি গণমাধ্যম আরএমসি স্পোর্টসকে গ্রিত বলেছিলেন, 'এতে আমার কিছুই যায় আসে না। তার (জিদান) যেখানে খুশি যেতে পারে। তার যা খুশি সে করুক, এটা আমার দেখার বিষয় না।'

তবে এরপরই রিয়াল মাদ্রিদকে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানো কোচকে অপমান করে বসেন গ্রিত, 'আমি কখনো তার (জিদান) সঙ্গে সাক্ষাৎ করিনি। দিদিয়েরের সঙ্গে বিচ্ছেদ ঘটানোর চিন্তা কখনোই আমরা করিনি। সে (জিদান) যেখানে চায় যেতে পারে, যেকোনো ক্লাবে... জিদান যদি আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করত? অবশ্যই না, এমনকি আমি (তার) ফোনও ধরতাম না।'

সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডারের প্রতি এমন অসম্মানজনক মন্তব্যের পর ক্ষোভে ফেটে পড়ে গোটা ফ্রান্স ও তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ। এক বিবৃতিতে স্প্যানিশ ক্লাবটি জানায়, 'বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের দ্বারা সবচেয়ে প্রশংসিত ব্যক্তিদের একজনের প্রতি এমন মন্তব্য অসম্মানজনক।'

Comments

The Daily Star  | English

India, Pakistan agree to ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce

3h ago