ফেরার ম্যাচেই মেসির গোল, জিতল পিএসজি
স্বপ্নের বিশ্বকাপ জিতে লম্বা সময়ের জন্য ছুটিতে ছিলেন লিওনেল মেসি। ছুটি কাটিয়ে ফেরার ম্যাচেই দেখা গেল তার ঝলক। গোল করে রাখলেন অবদান। লাল কার্ডের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে ঝলক দেখালেন নেইমারও। সহজেই ম্যাচ জিতল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
বুধবার রাতে লিগ ওয়ানের ম্যাচে নিজেদের মাঠে আঁজেকে ২-০ গোলে হারায় ফরাসি জায়ান্টরা। খেলার শুরুতে উগো একিতিকের গোলে এগিয়ে যাওয়ার পর ৭২ মিনিটে ব্যবধান বাড়ান মেসি।
এদিন কিলিয়ান এমবাপেসহ প্রথম একাদশের কয়েকজন ছিলেন না। তবে মেসি-নেইমার থাকায় ছিল জৌলুস। নেইমার গোল না পেলেও বল নিয়ন্ত্রণে দেখিয়েছেন দাপট, পায়ের মুন্সিয়ানা। দুটি গোলই অবশ্য বানিয়ে দিতে অবদান রাখেন ডিফেন্ডার নর্দি মুকিয়েল।
এই ম্যাচে বড় আকর্ষণ ছিলেন মেসি। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ফেরার পর অবশ্য খুব আড়ম্বরপূর্ণ সংবর্ধনা পাননি মেসি। আর্জেন্টিনার বাকি সদস্যরা ক্লাব সমর্থকদের সামনে দেখাতে পারেন বিশ্বকাপের মেডেল। মেসিকে সেটা করতে দেখা যায়নি। স্বাভাবিক ওয়ার্মআপে অবশ্য ছিল বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন। প্রয়াত ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের স্মরণে 'অমর পেলে' লেখা সাদা টি-শার্ট পরা ছিল মেসি-নেইমার দুজনের। খেলা শুরুর আগে পেলে স্মরণে এক মিনিট ধরে করতালি বাজায় দুদল, তাতে অংশ নেন দর্শকরাও।
ম্যাচের পঞ্চম মিনিটেই গোল পেয়ে যায় পিএসজি। মেসির কাছ থেকে বল নিয়ে মুকিয়েল ক্রস থেকে একিতিককে। ফরাসী ফরোয়ার্ড নিখুঁত ফিনিশিংয়ে খুঁজে নেন জাল।
২৪ মিনিটে মেসির ফ্রি-কিক থেকে গোল পেতে পারতেন সার্জিও রামোস। তার হেড ফেরান প্রতিপক্ষের কিপার। পরে মেসির আরেকটি ফ্রি-কিকও আটকে দেন তিনি। ৩৩ মিনিটে এই গোলরক্ষককে একা পেয়েও সুযোগ হাতছাড়া করেন আর্জেন্টিনাইন মহাতারকা।
বিরতির পর ফেরার চেষ্টা চালায় আঁজে। তবে পিএসজির জমাট রক্ষণ ভাঙ্গা সম্ভব হচ্ছিল না তাদের। বারবার আক্রমণে গিয়ে অবশ্য বেশ চাপ তৈরি করেছিল দলটি। ৭২ মিনিটে ধারার বিপরীতে গোল পেয়ে যায় পিএসজি। মুকিয়েলের কাছ থেকে বল পেয়ে মেসির গোল প্রথমে অফসাইডে বাতিল হয়েছিল। পরে ভিএআর গোলটি বৈধ করে।
এরপর আর কুলিয়ে উঠতে পারেনি আঁজে। ম্যাচের শেষ দিকে নেইমারের কর্নার থেকে গোল পেতে পারতেন মুকিয়েল। তার জোরালো হেডও আটকে দেন আঁজের গোলরক্ষক।
এই জয়ে ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান পোক্ত করল পিএসজি। তাদের থেকে ৬ পয়েন্ট নিচে আছে দুইয়ে থাকা লঁস।
Comments