ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডের জয়
বল দখলে আধিপত্য করল ম্যানচেস্টার সিটি। কিন্তু আক্রমণে উঠে তেমন সুবিধা করতে পারল না তারা, পারল না লিড ধরে রাখতে। বরং চার মিনিটের ব্যবধানে দুই গোল করে দুর্দান্ত কায়দায় ঘুরে দাঁড়াল ম্যানচেস্টার ইউনাইটেড। শহর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে তারা আদায় করে নিল পূর্ণ পয়েন্ট।
শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ২-১ গোলে জিতেছে এরিক টেন হাগের শিষ্যরা। গোলশূন্য প্রথমার্ধের পর জ্যাক গ্রিলিশের লক্ষ্যভেদে এগিয়ে গিয়েছিল সিটি। এরপর ব্রুনো ফার্নান্দেস ও মার্কাস র্যাশফোর্ড জালের ঠিকানা খুঁজে নিলে জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলরা।
লিগে সিটির বিপক্ষে টানা তিন হারের পর জয়ের দেখা পেল ইউনাইটেড। চলমান মৌসুমে প্রথম সাক্ষাতে গত অক্টোবরে ধরাশায়ী হয়েছিল তারা। প্রতিপক্ষের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৬-৩ গোলে উড়ে গিয়েছিল দলটি।
Comments