ভবিষ্যতে স্পেনের কোচ হওয়া নিয়ে যা বললেন স্কালোনি
ভবিষ্যতে কখনও স্পেন জাতীয় দলের প্রধান কোচ হওয়ার প্রস্তাব পেলে কী করবেন লিওনেল স্কালোনি? দারুণ সুযোগটা লুফে নেবেন তিনি। তবে আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপ জেতানো এই কোচের মতে, সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে স্প্যানিশ খেলোয়াড়দের দেখভালের জন্য সেই দেশের কেউই সবচেয়ে যোগ্য ব্যক্তি।
আন্তর্জাতিক অঙ্গনে সফল কোচ হিসেবে ফুটবল ইতিহাসে ইতোমধ্যে স্থায়ী আসন পেয়ে গেছেন স্কালোনি। ৪৪ বছর বয়সী সাবেক এই ফুটবলার কোপা আমেরিকার পর নিজ দেশ আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করেছেন বিশ্বকাপে। ২০১৮ সালে জাতীয় দলের দায়িত্ব নেওয়া এই কোচের অধীনে মহাতারকা লিওনেল মেসির ফুটবলের সর্বোচ্চ আসরের শিরোপা জেতার স্বপ্ন পূরণ হয়েছে। বর্তমানে স্কালোনি অবস্থান করছেন স্পেনের মায়োর্কা শহরে। তার সাক্ষাৎকার নেওয়ার জন্য সম্প্রতি সেখানে ছুটে গিয়েছিলেন স্প্যানিশ গণমাধ্যম কোপের সাংবাদিক হুয়ানমা কাস্তানিয়ো।
স্কালোনির খেলোয়াড়ি জীবনের অধিকাংশ কেটেছে স্পেনে। ক্লাব পর্যায়ে দেপোর্তিভো লা করুনিয়া, রেসিং সান্তানদার ও মায়োর্কার জার্সিতে খেলেছেন তিনি। আরেক স্প্যানিশ ক্লাব সেভিয়ার হয়ে কোচিং ক্যারিয়ারের যাত্রা শুরু হয়েছিল তার। ২০১৬-১৭ মৌসুমে তিনি সেখানে ছিলেন সহকারী কোচ হিসেবে। গতকাল সোমবার প্রকাশিত সাক্ষাৎকারে আগামীতে স্পেনের কোচ হওয়া প্রসঙ্গে স্কালোনি বলেন, 'কেন কেউ স্পেন জাতীয় দলের কোচ হতে চাইবে না? এটা আমার দ্বিতীয় বাড়ি। আমি এই দেশের অংশ ভাবি নিজেকে। তবে আমি মনে করি, কোনো স্প্যানিশ কোচই স্পেনের জন্য উপযুক্ত।'
সবশেষ কাতার বিশ্বকাপের শেষ ষোলো থেকে ছিটকে যায় শিরোপাপ্রত্যাশী স্পেন। ব্যর্থতার দায় ঘাড়ে নিয়ে পদত্যাগ করেন লুইস এনরিকে। এরপর গত ডিসেম্বর মাসে নতুন কোচ হিসেবে লুইস দে লা ফুয়েন্তের নাম ঘোষণা করা হয়। তার সঙ্গে নিবিড় সম্পর্ক নিয়ে আর্জেন্টিনা কোচের মন্তব্য, 'দে লা ফুয়েন্তে আমাকে কোচিং কোর্স করিয়েছিলেন। আমাদের মনের মধ্যে যত প্রশ্ন ছিল, সেসব ব্যাখ্যা করে তিনি বুঝিয়ে দিয়েছিলেন। যখনই আমি সময় পাব, তার সঙ্গে দেখা করতে যাব।'
চুক্তি নবায়নের ঘোষণা এখনও না আসলেও মেসিদের দায়িত্বে স্কালোনির থেকে যাওয়া একরকম নিশ্চিতই। স্পেন থেকে দেশে ফিরে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে আলোচনায় বসবেন তিনি, 'আমি বুয়েন্স এইরেসে ফিরে গিয়ে সভাপতির সঙ্গে আলোচনায় বসার প্রত্যাশায় আছি। তার সঙ্গে আমার সর্বোচ্চ ভালো সম্পর্ক রয়েছে এবং আমাকে দেওয়া সুযোগের জন্য তাকে ধন্যবাদ। (বৈঠকের পর) আমাকে যা ঘোষণা করতে হবে সেটা আমি ঘোষণা করব।'
২০১৭ সালে আর্জেন্টিনার তৎকালীন কোচ হোর্হে সাম্পাওলির সহকারী হিসেবে প্রথম আলবিসেলেস্তেদের কোচিং প্যানেলে যুক্ত হন স্কালোনি। পরের বছর কয়েক মাসের জন্য আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ ছিলেন তিনি। ২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনা শেষ ষোলো থেকে ছিটকে গেলে জাতীয় দলের দায়িত্ব ছাড়েন সাম্পাওলি। তার স্থালাভিষিক্ত হন এর আগে কখনোই সর্বোচ্চ পর্যায়ে প্রধান কোচের দায়িত্ব পালন না করা স্কালোনি। অনভিজ্ঞতার শঙ্কা উড়িয়ে তিনি উপভোগ করে যাচ্ছেন দারুণ সাফল্য।
Comments