জুন মাসে বাংলাদেশে আসতে সম্মত বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরই লিওনেল মেসির আর্জেন্টিনা দলকে ঢাকায় আনার উদ্যোগ শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই উদ্যোগ আলোর মুখ দেখতে যাচ্ছে

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরই লিওনেল মেসির আর্জেন্টিনা দলকে ঢাকায় আনার উদ্যোগ শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই উদ্যোগ আলোর মুখ দেখতে যাচ্ছে। সব কিছু ঠিক থাকলে একটি প্রীতি ম্যাচ খেলতে আসছে জুনে ঢাকায় পা পড়বে আর্জেন্টিনার।

মঙ্গলবার  বাফুফে সহ সভাপতি আতাউর রহমান মানিক ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,  'জুন মাসের উইন্ডোতে বাংলাদেশে আসতে সম্মত হয়েছে আর্জেন্টিনা। তারা যেহেতু বিশ্ব চ্যাম্পিয়ন তাই তাদের অনেক শর্ত আছে। আমরা কাল সংবাদ সম্মেলনে বিস্তারিত জানিয়ে দেব।'

বাফুফে উইমেন্স উইংয়ের প্রধান ও ফিফা এক্সিকিউটিভ মেম্বার মাহফুজা আক্তার কিরণও জানিয়েছেন একই কথা,  'সব ঠিক থাকলে আর্জেন্টিনা আসবে জুন মাসে। প্রতিপক্ষে ঠিক হয়নি। মরক্কো, জাপান এসব দল চেষ্টা করা হচ্ছে।'

আর্জেন্টিনাকে ঢাকায় আনতে মোটা অঙ্কের বাজেট করতে হবে বাফুফেকে। সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছিলেন, ২০১১ সালে  সাড়ে তিন মিলিয়ন মার্কিন ডলার। চ্যাম্পিয়ন হয়ে যাওয়ায় তাদের পেছনে এবার খরচ করতে হবে সাত মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া প্রতিপক্ষ দলের জন্য খরচ হবে তিন মিলিয়ন মার্কিন ডলার। সব মিলিয়ে কেবল দুই দলের জন্য লাগবে দশ মিলিয়ন ডলার। 

সমস্যা আছে আরেকটি জায়গায়েও। বেশ কিছুদিন ধরেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ চলছে। কাজের কারণে মাঠটিতে খেলা বন্ধ। আর্জেন্টিনা আসার আগে তাই দ্রুত কাজ সেরে নেওয়ারও চাপ থাকবে। 

বাফুফে ভবনে বুধবার দুপুর আড়াইটাই এসব বিষয় নিয়েই নিজেদের পরিকল্পনা জানাবেন সালাউদ্দিন। 

২০১১ সালেও মেসির আর্জেন্টিনাকে ঢাকায় নিয়ে এসেছিল সালাউদ্দিনের নেতৃত্বাধীন বাফুফে। সেবার নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়াম মাতিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা তারকা মেসি। এবার বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশে তৈরি হয় তুমুল উন্মাদনা। বাংলাদেশের ভক্তদের উন্মাদনার খবর পৌঁছে যায় আর্জেন্টিনা দলের কাছেও। সব মিলিয়ে দর্শকপ্রিয় দলটিকে ঢাকায় এনে ফুটবলের জাগরণ করতে চায় বাফুফে। 

গত ১৮ ডিসেম্বরে কাতারে ৩৬ বছরের অপেক্ষা কাটিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এরপরই দলটিকে ঢাকায় নিয়ে আসার চেষ্টা শুরু করে বাফুফে। ঠিক এক মাস পর ১৮ জানুয়ারি নিজেদের উদ্যোগের সফলতার কথা জানাতে চায় দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা।  

Comments

The Daily Star  | English
Govt buckles up

Govt publishes preliminary list of those killed in July-August protests

The interim government today published a preliminary list of 726 people who died during the student-led mass protests in July and August.

42m ago