সাংবাদিকদের ম্যাচ রিপোর্ট পাল্টে দিয়েছি আমরা: রিয়াল কোচ

ছবি: এএফপি

এলোমেলো পারফরম্যান্সে প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ হজম করল দুই গোল। কোপা দেল রে থেকে তাদের ছিটকে পড়ার শঙ্কা তখন জোরালো। তবে দ্বিতীয়ার্ধে প্রত্যাবর্তনের দারুণ এক গল্প লিখে আসরের কোয়ার্টার ফাইনালে উঠল তারা। পরে স্প্যানিশ ক্লাবটির কোচ কার্লো আনচেলত্তি জানালেন, খেলা পাল্টে দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের ম্যাচ রিপোর্ট পাল্টে দিয়েছেন তারা।

গতকাল বৃহস্পতিবার রাতে ভিয়ারিয়ালের মাঠে কোপা দেল রের শেষ ষোলোতে ৩-২ গোলে জিতেছে রিয়াল। এতিয়েন কাপু ও স্যামুয়েল চুকুয়েজের লক্ষ্যভেদে লিড নিয়েছিল স্বাগতিকরা। কিন্তু বিরতির পর পাল্টে যায় চিত্র।

ম্যাচের ৫৭তম মিনিটে ব্যবধান কমিয়ে বিবর্ণ রিয়ালকে চেনা পথে ফেরান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। তার স্বদেশি ডিফেন্ডার এদার মিলিতাও ১২ মিনিট পর সমতা টানেন। আর ৮৬তম মিনিটে লড়াইয়ে পার্থক্য গড়ে দিয়ে জয়সূচক গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার দানি সেবায়োস।

ছবি: টুইটার

প্রথমার্ধ শেষে ভিয়ারিয়ালকে জয়ী ধরেই হয়তো সংবাদ লেখার কাজ শুরু করেছিলেন অনেকে। তবে রিয়াল ঘুরে দাঁড়িয়ে জয় আদায় করে নেওয়ায় তাতে আনতে হয় বদল। আসরে টিকে থাকার পর সংবাদ সম্মেলনে তাদের কোচ বলেন, 'আমরা খেলা পাল্টে দিয়েছি। আর আমরা আপনাদের (সাংবাদিক) ম্যাচ রিপোর্টও পাল্টে দিয়েছি। আমি মনে করি, দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স আমাদের অনেক আত্মবিশ্বাস যোগাবে।'

বাইলাইন থেকে স্বদেশি ফরোয়ার্ড মার্কো আসেনসিওর পাস পেয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন সেবায়োস। তাতে নিশ্চিত হয় লস ব্লাঙ্কোদের জয়। ম্যাচের গতিপথে পাল্টে যাওয়ার পিছনে এই দুই বদলি খেলোয়াড়ের গুরুত্বপূর্ণ অবদান দেখেন আনচেলত্তি, 'আসেনসিও ও সেবায়োস খেলা পাল্টে দিয়েছে। তারা প্রচুর উদ্যম নিয়ে এসেছিল। ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে তাদের ভূমিকা ছিল ফল নির্ধারক।'

শুরুর ছন্নছাড়া প্রদর্শনী ছাপিয়ে শিষ্যরা দ্বিতীয়ার্ধে সামর্থ্যের ছাপ রাখায় খুশি অভিজ্ঞ ইতালিয়ান কোচ, 'আমরা প্রথমার্ধে খুবই বাজে খেলেছি। তবে দ্বিতীয়ার্ধ ছিল অপ্রত্যাশিত। কারণ, এত বাজে খেলার পর কোনো ম্যাচে ঘুরে দাঁড়ানো সাধারণত কঠিন। ঘুরে দাঁড়াতে এই দল নিজেদের দুর্দান্ত সামর্থ্য দেখিয়েছে।'

Comments

The Daily Star  | English

UK govt unveils 'tighter' immigration plans

People will have to live in the UK for 10 years before qualifying for settlement and citizenship

56m ago