'যথেষ্ট ক্ষুধার তাড়না' না থাকাতেই বার্সা ছেড়েছিলেন গার্দিওলা
চার মৌসুম বার্সেলোনার কোচ ছিলেন পেপ গার্দিওলা। তার অধীনে প্রথম তিন মৌসুমে লা লিগার শিরোপা জিতেছিল স্প্যানিশ ক্লাবটি। কিন্তু শেষ মৌসুমে রিয়াল মাদ্রিদের সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে পেরে ওঠেনি কাতালানরা। গার্দিওলাও তখন ছেড়ে দেন ক্যাম্প ন্যুর দলটির দায়িত্ব। কারণ সাফল্য অর্জনের জন্য পর্যাপ্ত প্রেরণার অভাব বোধ হচ্ছিল তার।
২০০৮ সালে বার্সেলোনার কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল আনকোরা গার্দিওলাকে। এর আগে কেবল এক মৌসুম ক্লাবটির 'বি' দলের দায়িত্বে ছিলেন তিনি। ২০১২ সাল পর্যন্ত মূল দলের সঙ্গে কাজ করে অসাধারণ সাফল্য উপভোগ করেন। লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, কার্লোস পুয়োল, দানি আলভেজের মতো ফুটবলারদের নিয়ে তিনি পেয়ে যান তারকাখ্যাতি। হয়ে যান ক্লাবটির ইতিহাসের সফলতম কোচ। ২০০৯ সালে তার অধীনে সম্ভাব্য ছয়টি শিরোপার সবকটি জিতেছিল বার্সা। চার মৌসুমে সব মিলিয়ে তাদেরকে ১৪টি শিরোপা জিতিয়েছিলেন গার্দিওলা।
টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার পর ২০১১-১২ মৌসুমে লা লিগার শিরোপা খোয়ায় কাতালানরা। ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে সেবার শেষ হাসি হেসেছিল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল। এরপর পদ থেকে সরে দাঁড়িয়ে এক বছর ফুটবল থেকে দূরে ছিলেন গার্দিওলা।
বার্সেলোনার দায়িত্ব ছাড়ার সময়ের কথা স্মরণ করে গতকাল শনিবার গণমাধ্যমকে ৫২ বছর বয়সী কোচ বলেছেন, 'আমি স্পেনে টানা চারটি লিগ শিরোপা (মূল ও 'বি' দল মিলিয়ে) জিতেছিলাম। কিন্তু পঞ্চমবারের সময় একই পরিস্থিতি ছিল না। আমার যথেষ্ট ক্ষুধার তাড়না ছিল না, (খেয়ে ফেলেছিলাম) অনেক বেশি ক্যাভিয়ার (বিশ্বের সবচেয়ে দামি খাবারের অন্যতম, সাফল্য অর্জন অর্থে ব্যবহৃত)। ওই বছর আমাদের হারিয়ে রিয়াল লিগ জিতেছিল।'
বর্তমানে ম্যানচেস্টার সিটির দায়িত্বে থাকা গার্দিওলা স্বস্তিতে নেই। গত পাঁচ মৌসুমের চারটিতে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতলেও এবার বিপাকে পড়েছে ক্লাবটি। এক ম্যাচ বেশি খেলে আসরের পয়েন্ট তালিকার দুইয়ে আছে তারা। তাদের চেয়ে ৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে শীর্ষে অবস্থান আর্সেনালের। গত বৃহস্পতিবার রাতে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে জেতার আগে সাউদাম্পটন ও শহর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে টানা দুই ম্যাচে হেরেছিল সিটি। সাম্প্রতিক হতাশাজনক পারফরম্যান্সে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে উদ্দীপনার ঘাটতি দেখতে পাচ্ছেন গার্দিওলা।
সিটিজেনদের চেনা পথে ফেরাতে না পারলে মৌসুম শেষে কোচের পদ ছাড়ার ইঙ্গিত দিয়েছেন সাবেক স্প্যানিশ ফুটবলার, 'আমি জানি যে আমার খেলোয়াড়রা কেমন (প্রেরণার অভাব) বোধ করছে। (ক্লাবের) চেয়ারম্যানও (খালদুন আল মুবারক) তা জানে। আমি এখানে থাকতে চাই নইলে (এই মৌসুমের শুরুতে চুক্তি নবায়নপত্রে) স্বাক্ষর করতাম না। তবে যদি আমার দল হারে, আমিও কিছু হারাব। সেক্ষেত্রে আমি (আর) এখানে থাকতে পারি না।'
রোববার প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মুখোমুখি হবে গার্দিওলার দল। ম্যান সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
Comments