ট্রান্সফার লাইভ: এনজোর পেছনে এখনও ছুটছে চেলসি
বছর ঘুরে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে আবারও এসে পড়েছে দলবদলের মৌসুম। শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে দলগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে দলগুলো।
ইংলিশ প্রিমিয়ার লিগ, জার্মান বুন্ডেসলিগা ও ফরাসি লিগ ওয়ানের দলবদল ১ জানুয়ারি শুরু হয়ে চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের অপর দুটি স্প্যানিশ লা লিগা ও ইতালিয়ান সিরি আর দলবদল ২ জানুয়ারি থেকে চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
২০২৩ সালের শীতকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
বেলিংহ্যামকে চায় পাঁচ ক্লাব
বৃটিশ সংবাদমাধ্যম ডেইলিস্টারের সংবাদ অনুযায়ী, বরুশিয়া ডর্টমুন্ডের দেওয়া সাপ্তাহিক ১ লাখ ৮০ হাজার পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জুড বেলিংহ্যাম। তাকে পেতে মুখিয়ে আছে ইংল্যান্ডের চার ক্লাব ম্যানচেস্টার সিটি, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের পাশাপাশি স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।
এনজোর পেছনে এখনও ছুটছে চেলসি
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে পাওয়ার আশা এখনও ছাড়েনি চেলসি। পর্তুগিজ সংবাদমাধ্যম রেকর্ডের সংবাদ অনুযায়ী, ২২ বছর বয়সী এ তরুণকে পাওয়ার জন্য পুনরায় চেষ্টা চালাচ্ছে ব্লুজরা। জানুয়ারির শুরুতে তার জন্য দেওয়া প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল বেনফিকা।
বিয়েলসাকে কোচ হিসেবে চায় এভারটন
দ্য অ্যাথলেতিকের সংবাদ অনুযায়ী, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের জায়গায় ম্যানেজার হিসাবে লিডসের সাবেক কোচ মার্সেলো বিয়েলসার সাথে আলোচনা করেছে এভারটন। এছাড়া ফুটবল ইনসাইডারের সংবাদ অনুযায়ী, তাদের তালিকায় আরও রয়েছেন ডিসি ইউনাইটেডের ম্যানেজার ওয়েন রুনি ও ডানকান ফার্গুসনও।
সিলভাকে নতুন প্রস্তাব দিতে যাচ্ছে চেলসি
বৃটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের সংবাদ অনুযায়ী, ৩৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চায় চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে এ ডিফেন্ডারকে আরও এক বছর রাখতে খুব শীগগিরই প্রস্তাব দিতে যাচ্ছে ক্লাবটি।
Comments