দেম্বেলের গোলে সেমি-ফাইনালে বার্সেলোনা
ম্যাচের শুরু থেকে বার্সেলোনার সঙ্গে সমান তালেই লড়াই করছিল রিয়াল সোসিয়েদাদ। তবে প্রথমার্ধের শেষ দিকে এক খেলোয়াড় বহিষ্কার হলে কমে শক্তি। এরপর দ্বিতীয়ার্ধের প্রায় শুরুতে গোল হজম করে দলটি। শেষ পর্যন্ত সেই গোলই গড়ে দেয় ম্যাচের পার্থক্য।
বুধবার রাতে ন্যু ক্যাম্পে কোপা দেল রে'র কোয়ার্টার ফাইনালের ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলের ব্যবধানে হারায় বার্সেলোনা। ম্যাচের একমাত্র গোলটি করেন ফরাসি তারকা উসমান দেম্বেলে।
ম্যাচের শুরুতে আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকে দুই দলই। ৩০তম মিনিটে দুরূহ কোণ থেকে নেওয়া তাকেফুসা কুবোর শট গোলরক্ষক মার্ক আন্ড্রে টের স্টেগেনকে পরাস্ত করলেও বারপোস্টে লেগে ফিরে আসে। অন্যথায় এগিয়ে যেতে পারতো সোসিয়েদাদ।
তবে দারুণ কিছু সুযোগ তৈরি করে বার্সেলোনাও। ভালো ফিনিশিংয়ে অভাবে জালের দেখা মিলেনি। এরমধ্যেই ৪৩তম মিনিটে বড় ধাক্কা খায় সফরকারীরা। সের্জিও বুসকেতসকে ফাউল করে লাল কার্ড দেখেন মিডফিল্ডার ব্রাইস মেন্দেস। প্রথমে হলুদ কার্ড দেখালেও ভিএআরের সাহায্য নিয়ে পরে তাকে বহিষ্কার করেন রেফারি।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিট না যেতেই এগিয়ে যায় বার্সেলোনা। জুলস কুন্দের বাড়ানো বল থেকে ডান প্রান্ত দিয়ে ডি-বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে জোরাল এক শটে লক্ষ্যভেদ করে দেম্বেলে। ৬০তম মিনিটে সমতায় ফেরার অবিশ্বাস্য এক সুযোগ নষ্ট করেন কুবো। এর আট মিনিট পর লেভানদোভস্কির শট বারপোস্টে লেগে ফিরে আসে। এরপরও সুযোগ ছিল দুই দলের। তবে আর গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।
Comments