'দেম্বেলে এখন অনেক পরিণত'

একটি ম্যাচ ভালোমতো কাটালে পরে তিনটি ম্যাচ কাটাতে হতো মাঠের বাইরে। ইনজুরি ছিল নিত্যনৈমিত্তিক সমস্যা, এরসঙ্গে ছিল শৃঙ্খলতাজনিত নানা কাণ্ড। সেই দেম্বেলে এখন বার্সেলোনার অন্যতম ভরসার নাম। সময়ের সঙ্গে অনেক বদলে গিয়েছেন এ তরুণ। পরিণত এই দেম্বেলেকে দেখে মুগ্ধ বার্সা কোচ জাভি হার্নান্দেজ।

আগের দিন বুধবার রাতে ন্যু ক্যাম্পে কোপা দেল রে'র বার্সেলোনাকে সেমি-ফাইনালে তোলার মূল নায়ক দেম্বেলে। তার দেওয়া একমাত্র গোলে রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। টিকে রয়েছে শিরোপা স্বপ্ন।

অথচ এই দেম্বেলের উপর প্রচণ্ড ক্রুদ্ধ ছিল বার্সেলোনা। চুক্তি নবায়ন নিয়ে নানা নাটক করায় এক সময় হাল ছেড়ে দিয়েছিল দলটি। তাকে বের করে দিতে চেয়েছিল তারা। প্রথম একাদশে জায়গাও হারিয়েছিলেন। এমনকি স্কোয়াডেও রাখা হয়নি বেশ কিছু ম্যাচে। সমর্থকরাও মাঠে তাকে নানাভাবে দুয়ো দিয়ে যাচ্ছিল। সেই দেম্বেলে এখন বার্সেলোনার অন্যতম নায়ক।

ম্যাচ শেষে এ তরুণের উচ্ছ্বসিত প্রশংসাই করেন জাভি, 'এটা শুধু আজকেই নয়। সে এমন একজন খেলোয়াড় যে এখান আগের চেয়ে অনেক পরিণত হয়েছে। আমরা তাকে পর্যাপ্ত সহায়তা করি। তার মধ্যে অনেক গুণ দেখতে পাই। সে অসাধারণ সম্ভাবনার একজন খেলোয়াড়। ওর প্রতি আমার বিশ্বাস রয়েছে।'

'ফুল-ব্যাকদের সবসময় ওকে আটকাতে কষ্ট পেতে হয়। সে মানুষ হিসেবেও ভালো। দলে দেম্বেলেকে পাওয়াটা গর্বের। তার অনেক গুণ রয়েছে এবং সে আক্রমণে অনেক কিছু নিয়ে আসে। নিজেও খেলাটা উপভোগ করছে, সমর্থকেরাও করছে। আমার মনে হয় ওর পজিশনে ও অন্যতম সেরা ফুটবলার,' যোগ করেন বার্সা কোচ।

দেম্বেলের নৈপুণ্যে সেমিতে পা রেখেছে বার্সা। এবার পরবর্তী ধাপ পেরিয়ে শিরোপায় নজর দলটির। জাভির ভাষায়, 'আমাদের চারটি খেলা বাকি ছিল, এখন তিনটি। এটা আমাদের লক্ষ্য, আমরা এই কোপা দেল রে ট্রফি চাই।'

Comments

The Daily Star  | English

Israel-Iran conflict: what we know

International calls for restraint are multiplying, as fears grow the Middle East could be on the threshold of a broader conflict.

43m ago