কোপা দেল রে'র সেমিতে মুখোমুখি বার্সা-রিয়াল

এরমধ্যেই চলতি মৌসুমে দুটি এল ক্লাসিকো ম্যাচ দেখেছে ফুটবলভক্তরা। বাড়তি আরও দুটি এল ক্লাসিকো দেখায় সুযোগ মিলছে ভক্তদের। কারণ কোপা দেল রে'র দুই লেগের সেমি-ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

এরমধ্যেই চলতি মৌসুমে দুটি এল ক্লাসিকো ম্যাচ দেখেছে ফুটবলভক্তরা। বাড়তি আরও দুটি এল ক্লাসিকো দেখায় সুযোগ মিলছে ভক্তদের। কারণ কোপা দেল রে'র দুই লেগের সেমি-ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

সোমবার রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সদর দপ্তরে কোপা দেল রে'র সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। সেখানে মুখোমুখি হতে যাচ্ছে স্পেনের সবচেয়ে সফল দলদুটি। অপর সেমি-ফাইনালে অ্যাথলেতিক বিলবাওর মোকাবেলা করবে ওসাসুনা।

দুই স্প্যানিশ জায়ান্টের প্রথম ম্যাচটি আগামী ১ অথবা ২ মার্চ অনুষ্ঠিত হবে সান্তিয়াগো বার্নাব্যুতে। ন্যু ক্যাম্পে ফিরতি লেগের ম্যাচটি হবে ৪, ৫ অথবা ৬ এপ্রিল। ফিফা ক্লাব বিশ্বকাপের কারণে সেমিফাইনালের পূর্বনির্ধারিত সূচি কিছুটা পেছানো হয়েছে।

কোপা দেল রে'তে এখন পর্যন্ত ৩৫ বার মুখোমুখি হয়েছে বার্সেলোনা ও রিয়াল। এরমধ্যে ১৫ বার জিতেছে কাতালান ক্লাবটি। ১২টি জয় লস ব্লাঙ্কোসদের। অপর ৮টি ম্যাচ ড্র। এরমধ্যে সেমিফাইনালে দলদুটি মুখোমুখি হয়েছে সাতবার।

এই মৌসুমে আগের দুটি এল ক্লাসিকো ম্যাচে দুই দলই জয় পেয়েছে একটি করে। গত অক্টোবরে লা লিগার ম্যাচে বার্নাব্যুতে ৩-১ গোলে জিতেছে রিয়াল। আর চলতি মাসের শুরুতে সুপার কাপের ফাইনালে রিয়ালকে ঠিক একই ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় বার্সেলোনা।

Comments

The Daily Star  | English

Country must be back in business without delay

Amid worker unrest and insecurity in the industrial sector, entrepreneurs and bankers have urged the new administration to focus on rebuilding confidence in the economy.

1h ago