আলবা-রাফিনহাদের ঝলক, ছুটছে বার্সেলোনা
একের পর এক আক্রমণের তোড়ে সেভিয়াকে দিশেহারা করেও প্রথমার্ধে গোল পাওয়া হয়নি বার্সেলোনার। বিরতির পর সেই ঘাটতিও মিটল দারুণভাবে। জর্দি আলবা, গাভিরা করলেন দারুণ ফিনিশিং। সতীর্থকে দিয়ে গোল করানোর পর নিজেও গোল করলেন ব্রাজিলিয়ান রাফিনহা। বার্সেলোনা পেল বড় জয়।
রোববার রাতে ন্যু ক্যাম্পে সেভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে জাভি হার্নান্দেজের দল। ৫৮ মিনিটে আলবা দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান গাভি আর রাফিনহা।
বার্সার জয়ের রাতে মায়োর্কোর কাছে ১-০ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। এতে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনার অবস্থান হয়ে গেছে বেশ শক্ত। ২০ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা, সমান ম্যাচে ৪৫ পয়েন্ট বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের।
খেলার শুরুর দিকে চোট পেয়ে বেরিয়ে যান অভিজ্ঞ সার্জিও বুসকেটস। তবে এই অভাব একদম টের পেতে দেননি বাকিরা।
খানিক পর পর সেভিয়ার ডিফেন্স চিরে চলতে থাকে বার্সার দাপট। ১৬তম মিনিটে রবার্ট লেভানদোভস্কির শট ফিরিয়ে দেন সেভিয়ার গোলরক্ষক ইয়াসিন বোনো। বিশ্বকাপ মাতানো মরক্কোর এই কিপার ১০ মিনিট পর আবার বাঁচান তার দলকে। এবারও হতাশ খেলোয়াড়ের নাম লেভানদোভস্কি।
বিরতির পর রক্ষণে আরও জোর বাড়িয়েছিল সেভিয়া। লাভ হয়নি। ৫৮ মিনিটেই দেখা মিলে কাঙ্ক্ষিত গোলের। ডি-বক্সে বদলে নামা ফ্রাঙ্ক কেসিকে জটলার মধ্যে পাস দেন রাফিনহা। ব্রাজিলিয়ান তারকা বা দিকে থাকা আলবাকে টোকা মেরে দেন বল। নিখুত ফিনিশিংয়ে জালের ঠিকানা খুঁজে নেন আলবা।
৭০ মিনিটে গোল বানিয়ে দেন রাফিনহা। ব্রাজিলিয়ান উইঙ্গার বল নিয়ে তীব্র গতিতে ছুটে বক্সে দেন দারুণ এক ক্রস। তা থেকে গোল পেতে কোন সমস্যা হয়নি গাভির।
৯ মিনিট পর এবার রাফিনহা নিজেই করেন লক্ষ্যভেদ। আলবার ক্রস থেকে ডিফেন্স ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দেন রাফিনহা। জয়ের উল্লাসে মাতে বার্সা।
Comments