ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল
চোটের কারণে দলের এক ঝাঁক তারকা খেলোয়াড় নেই। কিন্তু তাদের অভাব মাঠে সামান্য অনুভূত হতে দেননি ভিনিসিয়ুস জুনিয়র, ফেদে ভালভার্দেরা। মিশরীয় ক্লাব আল আহলিকে এক প্রকার উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। তাতে আরও একটি ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
বুধবার রাতে মরক্কোর রাজধানী রাবাতে ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে আল আহলিকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল। তাদের হয়ে একটি করে গোল করেন ভিনিসিয়ুস, ভালভার্দে, রদ্রিগো ও সের্জিও আরিবাস।
বড় ব্যবধানে হারলেও ম্যাচে অবশ্য সমান তালেই লড়াই করেছে আহলি। নির্ধারিত সময় পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে পিছিয়ে ছিল তারা। তবে যোগ করা সময়ে অলআউট খেলতে গিয়ে আরও দুটি গোল হজম করে মিশরের ক্লাবটি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকে দুই দল। তবে ডেডলক ভাঙে বিরতির ঠিক আগে। ৪২তম মিনিটে আল আহলির এক ডিফেন্ডারের ভুলে আলগা বল পেয়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান ভিনিসিয়ুস।
বিরতির পর এক মিনিট না যেতেই ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। রদ্রিগোর নেওয়া শট শুরুতে ঠেকিয়ে দেন আহলি গোলরক্ষক মোহামেদ এল সেনায়ি। আলগা বল পেয়ে জোরাল শটে লক্ষ্যভেদ করেন ভালভার্দে। মৌসুমে নবম গোল হলেও বিশ্বকাপের পর এটাই প্রথম এই উরুগুয়ের মিডফিল্ডারের।
৬৫তম মিনিটে সফল স্পট-কিকে ব্যবধান কমান আলি মালউল। মিডফিল্ডার এল শাহাতকে রিয়ালের এদুয়ার্দো কামাভিঙ্গা ডি-বক্সে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৮৭তম মিনিটে পেনাল্টি পেয়েছিল রিয়ালও। তবে তা থেকে গোল আদায় করে নিতে পারেননি লুকা মদ্রিচ।
ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আহলির সব আশা শেষ করে দেন রদ্রিগো। দানি সেবাইয়োসের কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন তিনি। যোগ করা সময়ের অষ্টম মিনিটে বদলি নেমে গোল পান মিডফিল্ডার আরিবাসও। ফলে বড় জয়েই মাঠ ছাড়ে রিয়াল।
আগামী শনিবার ফাইনালে সৌদি আরবের ক্লাব আল হিলালের বিপক্ষে মাঠে নামবে টুর্নামেন্টে রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন রিয়াল। প্রথম সেমি-ফাইনালে ৩-২ গোলে হারায় ল্যাতিন আমেরিকান চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গোকে হারিয়ে ফাইনালে উঠেছে সৌদির দলটি।
Comments