লিভারপুলের বিপক্ষেও নেই ক্রুস-চুয়ামিনি, ফিরলেন বেনজেমা
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচ। প্রতিপক্ষ লিভারপুল। যাদের বিপক্ষে গত আসরের ফাইনালে খেলেছে রিয়াল মাদ্রিদ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচেও দলের দুই সেরা মিডফিল্ডার টনি ক্রুস ও আওরেলিয়েন চুয়ামেনিকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। তবে স্কোয়াডে ফিরেছেন করিম বেনজেমা।
আগামী মঙ্গলবার লিভারপুলের মাঠে নামবে রিয়াল। প্রথম লেগের এ ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ক্রুস ও চুয়ামিনি দুইজনই ভুগছেন অসুস্থতায়। মাঝমাঠে তাই অভিজ্ঞ লুকা মদ্রিচের সঙ্গে এদুয়ার্দো কামাভিঙ্গা, ফেদে ভালভার্দে, দানি সেবায়োস, মারিও মার্তিন ও সের্জিও আরিবাসেই ভরসা রেখেছে দলটি।
এদিকে নানা শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত স্কোয়াডে ফিরেছেন বেনজেমা। এলচের বিপক্ষে চোটে পড়ে দ্বিতীয়ার্ধে মাঠ ছেড়েছিলেন তিনি। খেলেননি ওসাসুনার বিপক্ষে। গত মৌসুমে এই তারকার নৈপুণ্যেই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিল দলটি।
রিয়াল মাদ্রিদ স্কোয়াড:
গোলরক্ষক: থিবো কোর্তোয়া, আন্দ্রে লুনিন, লুইস লোপেজ।
ডিফেন্ডার: দানি কারভাহাল, এদের মিলিতো, ডেভিড আলাবা, জেসুস ভ্যালেজো, নাচো ফার্নান্দেজ, আলভারো ওদ্রিওজোলা, লুকাস ভাসকেস, আন্তনিও রুডিগার।
মিডফিল্ডার: লুকা মদ্রিচ, এদুয়ার্দো কামাভিঙ্গা, ফেদে ভালভার্দে, দানি সেবায়োস, মারিও মার্তিন, সের্জিও আরিবাস।
ফরোয়ার্ড: এডেন হ্যাজার্ড, করিম বেনজেমা, মার্কো অ্যাসেনসিও, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, আলভারো।
Comments