'আমেরিকার খেলার ইতিহাসে সবচেয়ে বড় স্বাক্ষর হবেন মেসি'

ফরাসি সংবাদমাধ্যমের সংবাদ অনুযায়ী, পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করতে রাজী নন লিওনেল মেসি। এমনকি পিএসজিও তাকে ছাড়া চলার পথ খুঁজতে শুরু করেছে। শেষ পর্যন্ত যদি বনিবনা না হয় তাহলে ইন্টার মিয়ামিতে হতে পারে আর্জেন্টাইন অধিনায়কের সম্ভাব্য গন্তব্য। আর এমনটা হলে মিয়ামি তো বটেই, মেসি আমেরিকার খেলাধুলার ইতিহাসের সবচেয়ে বড় স্বাক্ষর হবেন বলেই মনে করেন দলটির প্রধান কোচ ফিল নেভিল।

চলতি মৌসুম এসে পার্ক দে প্রিন্সেসে চুক্তির মেয়াদ ফুরচ্ছে মেসির। শেষ পর্যন্ত যদি মেসিকে ইন্টার মিয়ামি দলে টানতে পারে তাহলে তা বিশাল বড় হবে বলে মনে করেন নেভিল। দ্য অ্যাথলেটিকদের দেওয়া এক সাক্ষাৎকারে এ কোচ বলেছেন, 'আমার মনে হয় এটা (মেসিকে দলে টানা) ইন্টার মিয়ামির চেয়ে বড়। আমি মনে করি এটা এমএলএসের জন্য বড়। এটা সম্ভবত আমেরিকান খেলাধুলায় সবচেয়ে বড় স্বাক্ষর হবেন।'

আর মেসিকে দলে টানতে ইন্টার মিয়ামি কতোটা প্রস্তুত এবং কি পরিবর্তন আসতে পারে জানতে চাইলে আরও বলেন, '(অনুশীলন মাঠের চারপাশে) গাছগুলো বড় হতে হতে পারে, নিরাপত্তা আরও কঠোর হতে হতে পারে। স্টেডিয়ামে খেলোয়াড়দের হাঁটা যা শেষ হয়েছে সেটা ভিন্ন হতে পারে। ভ্রমণ ভিন্ন হতে পারে। আমরা যে হোটেলগুলোতে থাকি সেগুলো ভিন্ন হতে পারে। কিন্তু আসলেই, আমরা যা-ই হোক এমন হতে চাই। এটা রোমাঞ্চকর, কিন্তু আমি মনে করি এটা একটা বড় চ্যালেঞ্জ হবে।'

গত বুধবার সকালে পিএসজির মালিক নাসের আল খেলাইফির সঙ্গে সরাসরি আলোচনা হয় মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির। চলতি মৌসুমে এটাই ছিল তাদের মধ্যে প্রথম মুখোমুখি সাক্ষাত। কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি। ফরাসি সংবাদমাধ্যম লা'কিপ তাদের প্রতিবেদনে জানিয়েছে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা ভেস্তে গিয়েছে। মূলত বেতন-ভাতা ও সময়কাল নিয়ে ঝামেলা বাঁধে। ফেয়ার-প্লে অবস্থা থেকে মুক্তি পেতে বেতন-ভাতা প্রদানে নিজেদের খরচ কমাতে চাইছে প্যারিসের ক্লাবটি।

অন্যদিকে এমন কোনো বাধ্যবাধকতা নেই ইন্টার মিয়ামির। আর আমেরিকান ফুটবলের প্রতি ভালোবাসার কথা আগেও জানিয়েছেন মেসি। তাতে দুইয়ে দুইয়ে চার মিলাচ্ছেন অনেকে। কারণ বার্সেলোনায় ফেরার পথটা বেশ কঠিনই তার জন্য। কাতালান ক্লাবটি এখনও আর্থিক সংকটে রয়েছে। এছাড়া ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার সঙ্গে সম্পর্কটাও শীতল মেসির। এছাড়া খুব বেশি বিকল্প হাতে নেই তার। সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল অবশ্য রেকর্ড ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়ে রেখেছে। তবে সে প্রস্তাবে সাড়া দেওয়ার সম্ভাবনা খুব একটা নেই।

Comments

The Daily Star  | English

Dhaka College, City College students clash at Science Lab; traffic halted

A clash broke out between the students of Dhaka College and City College in the capital's Science Laboratory area today

24m ago