'ফ্রেদ মশার মতো'

পেদ্রি নেই, গাভিও নেই। বার্সেলোনার মাঝমাঠ তাই সম্পূর্ণটাই নির্ভর করছিল ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের উপর। তাকে আটকে দেওয়ার দায়িত্বটা আগের দিন ফ্রেদের উপর ছেড়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। তার ভাষায় ডি ইয়ংয়ের চার পাশে যেন মশার মতো সেঁটে ছিলেন এ ব্রাজিলিয়ান।
শুধু ডি ইয়ংকেই আটকে দেননি ফ্রেদ। দ্বিতীয়ার্ধে সমতাসূচক গোলটিও এসেছে তার কাছ থেকে। এরপর ব্যবধান গড়ে দেন আন্তোনি।তাতে বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ২-১ গোলের ব্যবধানে জিতেছে জিতেছে এরিক টেন হাগের শিষ্যরা। প্রথম লেগে ন্যু ক্যাম্প থেকে ২-২ গোলে ড্র করে ফিরেছিল তারা।
ম্যাচ শেষে তাই ফ্রেদের উচ্ছ্বসিত প্রশংসা করেন টেন হাগ, 'গত সপ্তাহে বার্সেলোনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এই সপ্তাহেও একই। তাকে প্রথমে ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে খেলতে বাধা দিতে বলা হয়েছিল, সে তার চারপাশে মশার মতো লেগে ছিল এবং তার পিছনেও যেতে হয়েছিল এবং সে তা দুর্দান্তভাবে করেছিল।'
ন্যু ক্যাম্পে মার্কাস রাশফোর্ডের গোলে অ্যাসিস্ট করেছিলেন ফ্রেদ। আর আগের দিন করেছেন গোল। সবমিলিয়ে এ ব্রাজিলিয়ানে দারুণ সন্তুষ্ট টেন হাগ, 'গত সপ্তাহে, আমার মনে হয় সে বার্সেলোনায় রাশিকে (র্যাশফোর্ড) দারুণ একটি অ্যাসিস্ট করেছে এবং আজ সে গোল করেছে। একটি উজ্জ্বল পারফরম্যান্স।'
আগামীতে ফ্রেদকে আরও সামনে খেলানো হবে কি-না জানতে চাইলে এ কোচ বলেন, 'আমি তাই মনে করি (সে আরও এগিয়ে খেলতে পারে)। সত্যিই সে সঠিক মুহূর্তে পিছনেও দৌড়াতে পারে। ন্যু ক্যাম্পে বার্সেলোনার মিডফিল্ডারদের পিছনে ফেলা আমাদের গেম-প্ল্যানের অংশ ছিল এবং এখনও আবার। এটা সত্যিই কার্যকর ছিল।'
২০১৮ সালের গ্রীষ্মে শাখতার দোনেতস্ক থেকে ইউনাইটেডে যোগ দেওয়ার পর ২০০টি ম্যাচ খেলেছেন ফ্রেদ। ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও চলতি মৌসুমে পাঁচটি গোল করেছেন তিনি।
Comments