আলমেরিয়ার কাছে হারল বার্সেলোনা

আগের দিনই অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে ড্র করে পয়েন্ট খুইয়েছে রিয়াল মাদ্রিদ। তাতে ব্যবধান বাড়ানোর বড় সুযোগ ছিল বার্সেলোনার। তার উপর প্রতিপক্ষ ছিল রেলিগেশন জোনে লড়াই করতে থাকা আলমেরিয়া। কিন্তু তাদের সঙ্গে উল্টো হেরেই গেল বার্সেলোনা।

রোববার রাতে পাওয়ার হর্স স্টেডিয়ামে লা লিগার ম্যাচে আলমেরিয়ার বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হেরেছে বার্সেলোনা। এল বিলাল তুরের করা প্রথমার্ধের গোলটিই গড়ে দেয় ম্যাচের পার্থক্য।

এ হারের পরও ২৩ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বার্সেলোনা। ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। অন্যদিকে এই জয়ের পর ২৫ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে উঠে এলো আলমেরিয়া।

কদিন আগেই ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে ইউরোপা লিগ থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। সে হারের ধাক্কা সামলে নেওয়ার আগে এবার লা লিগাতেও হারল দলটি। তাও বেশ দুর্বল প্রতিপক্ষের সঙ্গে। 

এদিন আলমেরিয়ার মাঠে এদিন পরিকল্পিত ফুটবল খেলতে পারেনি বার্সেলোনা। আক্রমণাত্মক ফুটবল খেলে মাঝমাঠের দখল রাখলেও আক্রমণগুলো সে অর্থে জমাতে পারেনি দলটি। এছাড়া ফরোয়ার্ডরাও ছিলেন ধারহীন।

উল্টো ধারার বিপরীতে ২৪তম মিনিটে গোল হজম করে বসে বার্সা। পাল্টা আক্রমণ থেকে লুইস সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন মালির ফরোয়ার্ড বিলাল তুরে।

২৭তম মিনিটে লিও বাপতিস্তাওর শট গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন ঝাঁপিয়ে না ঠেকালে ব্যবধান বাড়াতে পারতো আলমেরিয়া। ৪১তম মিনিটে সমতায় ফিরতে পারতো বার্সা। ফাঁকায়  হেড নেওয়ার সুযোগ পেয়েও লক্ষ্যে রাখতে রবার্ট লেভানদোভস্কি।

৫৯তম মিনিটে গাভির শট রদ্রিগো এলির পায়ে লেগে দিক পাল্টে বার ঘেঁষে বেরিয়ে গেলে হতাশা বাড়ে বার্সার। ৭২তম মিনিটে ফেরান তোরেসের ক্রসে পা ছোঁয়াতে পারলেই দলকে সমতায় ফেরাতে পারতেন রাফিনহা।

৮৬তম মিনিটে তোরসের আরও একটি ক্রস থেকে অল্পের জন্য মাথা ছোঁয়াতে পারেননি রোনাল্দ আরাউহো। ম্যাচের যোগ করা সময়ে অন্তত তিনটি গোলের সুযোগ ছিল বার্সার। কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হলে হার নিয়েই মাঠ ছাড়ে তারা।

Comments

The Daily Star  | English

Govt dissolves NBR as per IMF proposal

An ordinance published last night disbands NBR and creates two new divisions

3h ago