বার্সেলোনা জয় পাওয়ার যোগ্য ছিল না: আনচেলত্তি
বার্সেলোনার জমাট রক্ষণ ভাঙতে পারেনি রিয়াল মাদ্রিদ। তাদের এক পর আক্রমণ মিইয়ে যায় প্রতিপক্ষের ডি-বক্সে গিয়ে। পাল্টা আক্রমণে হজম করা গোল শোধ করতে না পেরে হারও মানে তারা। তবে রিয়াল কোচ কার্লো আনচেলত্তির মতে, জয়টা বার্সার প্রাপ্য ছিল না।
কোপা দেল রের ফাইনালে ওঠার লড়াইয়ে পিছিয়ে পড়েছে লস ব্লাঙ্কোরা। বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আসরের সেমিফাইনালের প্রথম লেগে ১-০ গোলে হেরেছে তারা। যদিও দাপট ছিল তাদেরই। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে এদার মিলিতাওয়ের আত্মঘাতী গোল ম্যাচে গড়ে দেয় ব্যবধান।
ম্যাচের ৬৫ শতাংশ সময় বল পায়ে রাখা রিয়াল গোলমুখে শট নেয় ১৩টি। তবে চমকপ্রদ ব্যাপার হলো, একটিও ছিল না লক্ষ্যে! অন্যদিকে, রক্ষণাত্মক কৌশল বেছে নেওয়া বার্সেলোনার চারটি শটের একটি ছিল লক্ষ্যে।
আত্মবিশ্বাস না হারালেও বার্সার জয়কে মেনে নিতে পারছেন না আনচেলত্তি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 'বার্সেলোনা জয় পাওয়ার যোগ্য ছিল না এবং এটা সুস্পষ্ট। এই হারের কারণে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না কারণ, আমরা আমাদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট। আজ (বৃহস্পতিবার) যেভাবে পেরেছি, সেভাবে বার্সেলোনার বিপক্ষে খেলা নিয়ন্ত্রণ করা খুবই কঠিন।'
'আমরা অবগত যে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। তবে এমনটা প্রথমবার হবে না যে কোনো লড়াইয়ে আমরা পিছিয়ে থাকা থেকে ফিরে এসেছি। এই ফলাফলে কষ্ট পেলেও আত্মবিশ্বাস নিয়ে আমরা দ্বিতীয় লেগে যাব।'
কাতালানদের কৌশলে অবাক হয়েছেন রিয়াল কোচ, 'বার্সেলোনাকে এভাবে খেলতে দেখাটা অদ্ভুত ছিল। তারা রক্ষণে খুব আঁটসাঁট এবং (চলতি মৌসুমে) খুব বেশি গোল হজম করেনি। তারা খুব ভালোভাবে রক্ষণ সামলায় এবং নিজেদের দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। তারা (পাসিং) লাইনগুলো দুর্দান্তভাবে বন্ধ করেছে, আমরা যা করতে চাই সেটা (কেবল) বক্সের মধ্যে বল ক্রস করা নয়।'
শিষ্যদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি ঝরেছে আনচেলত্তির কণ্ঠে। ঘুরে দাঁড়িয়ে ফাইনালে ওঠার স্বপ্নও দেখছেন তিনি, 'যদি আমরা এই (ম্যাচে দেখানো) তাড়নার পুনরাবৃত্তি ঘটাতে পারি, আমাদের এই লড়াইয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকবে। বার্সেলোনা ক্যাম্প ন্যুতে এরকম রক্ষণাত্মক কায়দায় খেলবে কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। আমরা ভালোভাবে খেলা শুরু করেছি, শেষও করেছি।'
'ব্যক্তিগত ভুলের কারণে তারা আমাদের বিপক্ষে গোল করেছে, (সেটা ছিল) পাল্টা আক্রমণে, আত্মঘাতী (গোল)। সেটা দলে কিছুটা প্রভাব ফেলেছে। আমরা বার্সেলোনাকে খেলার কোনো সময়ই বল পায়ে রাখতে দেইনি এবং সেটা যোগ্যতা ছাড়াই (করেছি তা) নয়।'
সেমির দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে আগামী ৬ এপ্রিল। ওই ম্যাচে বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে খেলতে নামবে রিয়াল।
Comments