অদ্ভুত কারণে বার্সার পেনাল্টি শট নিয়েছেন তোরেস
বলটা প্রথমে ধরলেন ফেরান তোরেসই। তার সামনে এগিয়ে গেলেন আনসু ফাতি। তাকে স্পটকিক নিতে দিতে বোঝাতে থাকেন সাবেক ভ্যালেন্সিয়া ফরোয়ার্ডকে। কিন্তু কিছুতেই কিছু বোঝেননি তোরেস। শট নিলেন তিনি। কিন্তু পারলেন না লক্ষ্যেই রাখতে।
তোরেস পেনাল্টি থেকে গোল আদায় করে নিতে ব্যর্থ হলেও শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়েই মাঠ ছেড়েছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার দেওয়া একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় মিলেছে কাতালান ক্লাবটির।
তবে আর একটু হলেই পয়েন্ট হারাতে পারতো বার্সেলোনা। এরপর আর গোল আদায় করে নিতে পারেনি তারা। পেনাল্টি মিসের মিনিট তিন পরেই রোনালদ আরাহো সরাসরি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয়েছিল দলটি। তবে রক্ষণ জমাট রাখতে সমর্থ হয় তারা।
স্পট কিক নেওয়ার ক্ষেত্রে বার্সার প্রথম পছন্দ রবার্ট লেভানদোভস্কি। এরপর ফ্র্যাঙ্ক কেসি। ইনজুরির কারণে লেভানদোভস্কি মাঠে নাম থাকলেও দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন কেসি। মিলানে থাকতে তিনিই ছিলেন মূল পেনাল্টি-টেকার। তার ক্যারিয়ারে নেওয়া ৩৬টি পেনাল্টি থেকে গোল দিয়েছেন ৩১টি। সফলতার হার ৮৬ শতাংশ। কিন্তু তাকে ছাপিয়ে অদ্ভুত কারণে তোরেস নেন শট।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপোর্তিভোর সংবাদ অনুযায়ী, মাঠে নামার আগেই বিষয়টি নিয়ে আলোচনায় হয়। এ সপ্তাহেই ছিল তোরেসের জন্মদিন। যদিও লিপ-ইয়ার না হওয়ায় দিবসটি সঠিক দিনে পালন করতে পারেননি (২৯ ফেব্রুয়ারির জায়গায় ১ মার্চ পালন করেন)। তবে ম্যাচে গোল করে পরিবার ও বন্ধুদের সঙ্গে উদযাপন করতে চেয়েছিলেন তিনি।
ফাতি যখন তোরেসের কাছে এসে পেনাল্টি শট নিতে দেওয়ার কথা বলেন, তখন বাজে কিছু হওয়ার আগেই তাকে সরিয়ে দেন রাফিনহা। পরে কেসি এসে বিষয়টি বুঝিয়ে বলেন। তোরেসের বাঁ প্রান্তে নেওয়া নিচু শট অবশ্য বারপোস্টে লেগে বেরিয়ে যায়। তখন ফাতিই সবার প্রথমে এসে এ ফরোয়ার্ডকে সান্ত্বনা দেন।
Comments