অস্ত্রোপচার লাগবে নেইমারের, শেষ এবারের মৌসুম
চোট যে গুরুতর তা আগেই ধরা পড়েছিল। পরীক্ষানিরীক্ষার পর জানা গেল, অস্ত্রোপচারের কোনো বিকল্প নেই। সেরে উঠতে লাগবে লম্বা সময়। ফলে চলতি মৌসুমে আর মাঠে নামা হবে না নেইমারের।
সোমবার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের চোটের আপডেট দিয়েছে পিএসজি। আনুষ্ঠানিক বিবৃতিতে ফরাসি ক্লাবটি জানিয়েছে, কাতারের দোহার একটি হাসপাতালে তার অস্ত্রোপচার করানো হবে। আগামী কয়েক দিনের মধ্যেই তা সম্পন্ন করা হবে।
বিবৃতিতে লিগ ওয়ানের শিরোপাধারীরা আরও বলেছে, 'দলের সঙ্গে তার (নেইমারের) অনুশীলনে ফিরতে তিন থেকে চার মাস সময় লাগবে।'
চোটের সঙ্গে নেইমারের সম্পর্ক অনেক পুরনো। বহুবার তাকে ছিটকে যেতে হয়েছে মাঠের বাইরে। ফলে ধারাবাহিকভাবে ছন্দময় ফুটবল উপহার দিতে পারছেন না তিনি। ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমানোর পর চোট পাওয়ার পরিমাণ আরও বেড়েছে তার। প্যারিসে এই নিয়ে ছয় মৌসুমের প্রতিটিতেই লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন তিনি।
গত ২০ ফেব্রুয়ারি লিগ ওয়ানে লিলের বিপক্ষে ম্যাচে চোট পান নেইমার। চোখে জল নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ৩১ বছর বয়সী তারকা। তখন জানা গিয়েছিল, ডান পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছেন তিনি। পরে পিএসজি বিবৃতি দিয়েছিল যে লিগামেন্টও ক্ষতিগ্রস্ত হয়েছে তার।
নেইমারকে ছাড়া মৌসুমের বাকিটা সামলানো নিঃসন্দেহে কঠিন হবে ক্রিস্তফ গালতিয়ের জন্য। পিএসজি কোচকে নির্ভর করতে হবে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের উপর।
লিগ ওয়ানের শিরোপা ধরে রাখার অভিযানে সুবিধাজনক অবস্থানে আছে প্যারিসিয়ানরা। ৮ পয়েন্টের লিড নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান তাদের। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার শঙ্কায় রয়েছে তারা। গত ১৫ ফেব্রুয়ারি আসরের শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে পিএসজি ১-০ গোলে হেরে যায় বায়ার্ন মিউনিখের বিপক্ষে।
Comments