৪১ বছর বয়সেও সুইডেন দলে ইব্রাহিমোভিচ
বয়সটা ৪১ ছাড়িয়ে ৪২ এর কাছাকাছি। এ বয়সে ক্লাব ফুটবলেই খেলার মতো ফুটবলার খুব কমই খুঁজে পাওয়া যায়। সেখানে সুইডেন দলে ডাক পেয়েছেন এসি মিলান তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। বেলজিয়াম ও আজারবাইজানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে সদ্যই ইনজুরি থেকে ফেরা এ তারকাকে রেখে স্কোয়াড ঘোষণা করেছেন সুইডিশ কোচ যেন অ্যান্ডারসন।
১১ বছর পর গত মৌসুমে মিলানকে স্কুদেত্তো জেতানোর অন্যতম নায়ক ছিলেন ইব্রা। মাঠের পারফরম্যান্সের চেয়ে নেতৃত্ব গুণ নিয়ে আলোচনা হয়েছে বেশি। তার এই নেতৃত্ব জাতীয় দলেও চান সুইডিশ কোচ, 'জ্লাতান মিলানের হয়ে টানা তিনটি ম্যাচ খেলেছে এবং সে ভালো সেপে রয়েছে যদিও সে অনেক দিনের জন্য মাঠের বাইরে ছিল। তাই সেই দৃষ্টিকোণ থেকে, আমার মনে হয় সে কিছু যুক্ত করতে পারবে। শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও।'
গত মৌসুমের শেষ দিকে হাঁটুর অস্ত্রোপচার করান ইব্রাহিমোভিচ। যে কারণে ২৬৩ দিন মাঠে নামা হয়নি তার। গত মাসে আতালান্তার বিপক্ষে ইনজুরি কাটিয়ে ফেরেন তিনি। এরপর ফিওরেন্তিনা ও সালের্নিতানার সঙ্গেও খেলেছেন তিনি। তিন ম্যাচেই দ্বিতীয়ার্ধে বদলি নামেন এ ফরোয়ার্ড। সব মিলিয়ে খেলেছেন ৬৮ মিনিট।
সুইডেনের হয়ে শেষ ম্যাচটা খেলেছেন এক বছর আগে। গত মার্চে বিশ্বকাপ বাছাই পর্বের প্লে অফে পোল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন জাতীয় দলের হয়ে ১২১টি ম্যাচে ৬২ গোল করা ইব্রা। তবে জাতীয় দল থেকে সেই ২০১৬ ইউরো খেলেই অবসর নিয়েছিলেন তিনি। পাঁচ বছর পর ২০২১ সালে অবসর ভেঙে ফেরেন এ ফরোয়ার্ড।
আগামী ২৫ মার্চ বেলজিয়ামের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে সুইডেন। এরপর ২৮ মার্চ আজারবাইজানের বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে তারা।
Comments