পেলে-ম্যারাডোনার পাশে নিজের ভাস্কর্য দেখে আপ্লুত মেসি
দুই কিংবদন্তি পেলে আর ডিয়েগো ম্যারাডোনার পাশে অনেকদিন ধরেই উচ্চারিত হচ্ছিল লিওনেল মেসির নাম। এবার তাদের পাশে বসল আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ জেতানো মেসির ভাস্কর্য। দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশনের (কনমেবল) সদর দপ্তরে নিজের ভাস্কর্যের পাশে দাঁড়িয়ে মেসি প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।
সোমবার প্যারাগুয়ের কনমেবলের সদর দপ্তরে উন্মোচিত হয়েছে বিশ্বকাপ ট্রফি হাতে মেসির ভাস্কর্য। কনমেবলের সদর দপ্তরের জাদুঘরে আগে থেকেই আছে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে আর আর্জেন্টাইন ম্যারাডোনার ভাস্কর্য। এখন সেখানে বসলেন মেসি।
গত বছর ৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেন মেসি। তাকে সম্মান দেওয়া হয় ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ দুই তারকার পাশে।
ভাস্কর্য উন্মোচনের আয়োজনে উপস্থিত হয়ে আপ্লুত মেসি দেন প্রতিক্রিয়া। ৩৫ বছর বয়েসী তারকা জানান, এমন কিছু স্বপ্নেও ভাবেননি তিনি, 'কখনো স্বপ্ন দেখিনি বা ভাবতে পারিনি এমন কিছু। আমার স্বপ্ন ছিল পছন্দের কাজ ফুটবলটা উপভোগ করা। ছোটবেলা থেকে চাওয়া ছিল পেশাদার ফুটবলার হবো। যেটা ভালোবাসি সেটাকেই পেশা বানাতে চেয়েছি।'
'অনেক পথ পার হয়েছি। উত্থান পতন ছিল। ধাক্কা খেয়েছি আবার ঘুরে দাঁড়িয়েছি। অবশেষে সাফল্য পেয়েছি। যে স্বপ্নকে তাড়া করছিলাম সেটা পূরণ হয়েছে।'
এই আয়োজনে উপস্থিত ছিলেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়া কোচ লিওনেল স্কালোনি ও দলের বাকি খেলোয়াড়রা। তাদেরকে দেওয়া হয় স্মারক উপহার।
Comments