মেসির জন্য দলের সবাই জীবন বিসর্জন দিতে পারে: স্কালোনি
'আমরা মেসির জন্য বিশ্বকাপ জিততে চাই।' কাতারে যাওয়ার আগে আর্জেন্টিনার প্রতিটি খেলোয়াড়ের মুখে শোনা গিয়েছিল এমন মন্তব্য। আর মাঠে তার প্রমাণও রেখেছিলেন তারা। প্রথম ম্যাচে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েই শিরোপা জিতে নেয় দলটি। দলের খেলোয়াড়দের মধ্যে একে অপরের জন্য এই ঐক্যই পার্থক্য গড়ে দিয়েছিল বলে জানালেন কোচ লিওনেল স্কালোনি।
এক সময় মেসির উপর নির্ভর করা আর্জেন্টিনা দল এবার কাতারে দারুণ দলীয় ফুটবল উপহার দিয়েছে। প্রতিটি বিভাগের প্রত্যেক খেলোয়াড়ই ছিলেন অনন্য। যখন যাকে নামিয়েছেন স্কালোনি, সেই তখন তার কাজটা সঠিকভাবেই করেছে। ফলে দলের বেশ কিছু সিনিয়র খেলোয়াড়দের ইনজুরিও ভোগাতে পারেনি তাদের। তরুণরা একে অপরের জন্য নিজেদের সর্বোচ্চটাই দিয়েছেন মাঠে।
দলের সবার এমন ঐক্যের কারণেই তারা সফল হয়েছেন জানিয়ে এএফএ স্টুডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন কোচ বলেন, 'আমরা যে স্তরে এসে কথা বলছি, সেখানে সবকিছুই এত সমান, যা পার্থক্য গড়ে দিয়েছে। আপনাকে একটা উদাহরণ দিতে পারি: কুতি (ক্রিস্তিয়ান রোমেরো), (নাহুয়েল) মলিনা বা লিসান্দ্রো (মার্তিনেজ) একে অপরের জন্য তাদের শিরা কেটে ফেলতে পারে।'
'তারা একে অপরকে দীর্ঘদিন ধরে চেনে, তারা সারাদিন একত্রে থাকে এবং একজনের করা ভুলটিকে ছোট করে দেয় কারণ অন্যরা তার জন্য জোগান দেয়। তাকে বলে "কিছুই ভুল হয়নি" বা বন্ধু জেনে সেই ভুলটি ঠিক করে দেয়। এটা আপনার কাছে উদ্ভট মনে হতে পারে, কিন্তু আমি এটাকে আজেবাজে মনে করি না। আমি গুরুত্বপূর্ণ হিসেবে দেখছি,' যোগ করেন স্কালোনি।
দলের সবাই মেসির জন্য জীবন বিসর্জনও করতে পারেন বলে জানালেন এ কোচ, 'তারা লিওকে ইতিহাসের সেরা খেলোয়াড় হিসাবে দেখে, যেমন তারা তাকে দেখছে... তারা তার (মেসির) জন্য তাদের জীবন বিসর্জন দিতে পারে। এটা ভিন্ন এক ধরণের রসায়ন তৈরি করে। ফুটবলে সেটা অনেক বেশি প্রয়োজনীয়।'
পুরো দল যেন একটা পরিবার হয়ে উঠেছে বলেই মনে করেন তিনি, 'সবাই এত কাছাকাছি থাকে, সবকিছু আমাদের অনেক বেশি প্রভাবিত করে, ভালো কিংবা খারাপ। সবকিছু আমাদের প্রভাবিত করে। কারো পারিবারিক সমস্যা থাকলে তাও আমাদের প্রভাবিত করে। আমরা একজন আরেকজনের মতো অনুভব করছি।'
মাঠে তাই নিজেদের কোচ হিসেবে ভাবেন না স্কালোনি, 'আমরা মনে করি না যে আমরা কোচ, আমরা (মাঠের) একপাশে দাঁড়াই, আমরা (খেলতে) পাঠাই... তারা স্পষ্ট ভাবেই জানে তাদের ভূমিকা কি এবং দল হিসেবে খেলাই মূলমন্ত্র। তাদের এই আবেগ সত্যিই অবিশ্বাস্য। আমি তাদের অনেক ভালোবাসি এবং তারাও আমাকে ভালোবাসে।'
Comments