ব্রাজিলকে টপকে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পরও ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছিল ব্রাজিল। তবে সবশেষ আন্তর্জাতিক বিরতিতে আরও একবার হতাশা উপহার দেওয়ায় এবার শীর্ষস্থান হারাতে হলো তাদের। ছয় বছর পর র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
আন্তর্জাতিক বিরতিতে এবার দুটি প্রীতি ম্যাচ খেলেছে লিওনেল মেসিরা। পানামা ও কুরাসাওর বিপক্ষে দুটি ম্যাচ জয়ের পর তাদের রেটিং পয়েন্ট ১৮৪০.৯৩। তাতেই র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলো আর্জেন্টিনা। কাতারে বিশ্বকাপ জেতার আড়াই মাস পর এক নম্বরে উঠল আলবিসেলেস্তেরা।
অন্যদিকে মরক্কোর কাছে হেরে ব্রাজিলের বর্তমান রেটিং পয়েন্ট ১৮৩৪.২১। ফলে এক ধাক্কায় তারা নেমে গেছে তিন নম্বরে। ইউরো বাছাই পর্বে নেদারল্যান্ডস ও রিপাবলিক অব আয়ারল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে গত বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স।
সেরা পাঁচে থাকা অপর দুটি দল বেলজিয়াম (১৭৯২.৫৩) ও ইংল্যান্ড (১৭৯২.৪৩)। এরপরই আছে নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ইতালি, পর্তুগাল ও স্পেন। সেরা দশে প্রথম তিনটি স্থান ছাড়া আর কোনো পরিবর্তন নেই।
এদিকে সিশেলসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে একটি করে জয় ও পরাজয়ের পর আগের মতো ১৯২ নম্বরেই আছে বাংলাদেশ। তবে সিশেলস এগিয়েছে তিন ধাপ। বর্তমানে ১৯৭ নম্বরে উঠে এসেছে দলটি।
Comments