ফুটবল

চেলসিকে হারিয়ে সেমির পথে এগিয়ে রিয়াল

বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে চেলসিকে ২-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। বেনজেমা ছাড়াও গোল পেয়েছেন মার্কো আসেনসিও।

ইনজুরি ও নানা কারণে মাঝে সময়টা কিছুটা বাজে কেটেছে। তবে সাম্প্রতিক সময়ে ফের উড়তে শুরু করেছেন করিম বেনজেমা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ম্যাচেও পেলেন গোলের দেখা। তাতে সহজ জয় মিলেছে রিয়াল মাদ্রিদের। মৌসুম জুড়ে ব্যর্থতার চাদরে আবৃত্ত থাকা চেলসিকে হারিয়ে আরও একটি সেমি-ফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে দলটি।

বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে চেলসিকে ২-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। বেনজেমা ছাড়াও গোল পেয়েছেন মার্কো আসেনসিও।

গত আসরে এই দুটিই মুখোমুখি হয়েছিল সেমি-ফাইনালে। ঘরের মাঠে ১-৩ গোলে হেরে রিয়ালের মাঠ থেকে ৩-২ গোলের জয় নিয়েই সেমি-ফাইনালে উঠতে পারেনি চেলসি। এর আগের মৌসুমে তো সেমি-ফাইনালে রিয়ালকে হারিয়ে ফাইনালে উঠেছিল তারা। পরে হয়েছিল চ্যাম্পিয়নও।

এদিন অবশ্য শুরুতে সমান তালেই লড়েছিল ইংলিশ ক্লাবটি। কিন্তু দ্বিতীয়ার্ধে ১০ জনের দলে পরিণত হওয়ার পর আর তেমন লড়তে পারেনি। ম্যাচের শুরুতে এগিয়ে যেতেও পারতো তারা। পাল্টা আক্রমণে ডি-বক্সে ঢুকে পড়েছিলেন জোয়াও ফেলিক্স। তবে গোলরক্ষক বরাবর শট নিয়ে নষ্ট করেন সে সুযোগ।

দ্বাদশ মিনিটে দুরূহ কোণ থেকে নেওয়া বেনজেমার শট ঠেকাতে বেগ পেতে হয়নি চেলসি গোলরক্ষক কেপা আরিজাবালাগার। ২১তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। দানি কারভাহালের বাড়ানো বলে ভলি করেন ভিনিসিয়ুস জুনিয়র। গোলরক্ষক আরিজাবালাগা ঝাঁপিয়ে এক হাত দিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। আলগা বল পেয়ে অনায়াসে জালে পাঠান বেনজেমা।

দুই মিনিট পরই সমতায় ফিরতে পারত চেলসি। রাহিম স্টার্লিংয়ের শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক থিবো কোর্তোয়া। ৫০তম লুকা মদ্রিচের কোনাকুনি ক্রসবারের ওপর দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়। নয় মিনিট পর বড় ধাক্কা খায় চেলসি। ডি-বক্সে ঢোকার মুখে রদ্রিগোকে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন ইংলিশ ডিফেন্ডার বেন চিলওয়েল।

৭১তম মিনিটে মাঠে নামার তিন মিনিটের মধ্যেই গোলের দেখা পান আসেনসিও। মদ্রিচের শর্ট কর্নার থেকে বল পেয়ে ভিনিসিয়ুসকে বল বাড়ান টনি ক্রুস। আসেনসিওকে খুঁজে নেন এ ব্রাজিলিয়ান। নিচু শটে লক্ষ্যভেদ করেন এ স্প্যানিশ মিডফিল্ডার।

ম্যাচের যোগ করা সময়ে সহজ সুযোগ পেয়েছিলেন বেনজেমা। গোলরক্ষক আরিজাবাগালা কোনোমতে ঠেকালে ফিরতি বলও পেয়েছিলেন ফাঁকায়। কিন্তু এবার তার হেড লক্ষ্যেই থাকেনি।

আগামী মঙ্গলবার ফিরতি লেগের ম্যাচে স্টামফোর্ড ব্রিজে মাঠে নামবে দুই দল।

দিনের অপর ম্যাচে সানসিরোতে নাপোলিকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে এসি মিলান। পুরো ম্যাচে আধিপত্য করেও হেরেছে সিরিআয় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা নাপোলি। কদিন আগেও লিগের ম্যাচে তাদের ৪-০ গোলে হারিয়েছিল রেজেনেরিরা।

Comments

The Daily Star  | English

Police 'foil' Mayer Dak’s programme marking Human Rights Day

A programme of Mayer Dak, a platform for family members of the victims of enforced disappearance, was foiled in the face of police resistance today

30m ago