স্টামফোর্ড ব্রিজে 'বিশেষ কিছু'র প্রত্যাশা ল্যাম্পার্ডের
রিয়াল মাদ্রিদের মাঠ থেকে ০-২ গোলের ব্যবধানে হেরে ফিরেছে চেলসি। সেমি-ফাইনালে খেলতে হলে ঘরের মাঠে দারুণ কিছু করার কোনো বিকল্প নেই দলটির। কিন্তু সাম্প্রতিক সময়ের বাজে পারফরম্যান্সে সে আশাটা খুবই ক্ষীণ। কিন্তু তারপরও নিজেদের মাঠে 'বিশেষ কিছু' করে দেখানোর প্রত্যাশা করছেন চেলসি কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। শিষ্যদের নিজেদের উপর বিশ্বাস রাখার আহ্বান জানান তিনি।
রিয়ালের বিপক্ষে আগের দিন গোল দেওয়ার মতো কিছু সুযোগ তৈরি করেছিল চেলসি। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল মিলেনি। অন্যথায় কিছুটা এগিয়ে থাকতে পারতো তারা। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলে টানা চার ম্যাচে কোনো গোলের দেখা পেল না ব্লুজরা। সবশেষ ১৯৯৩ সালে এমন টানা চার ম্যাচে গোল পায়নি তারা। দীর্ঘ সময় পর ফিরে এলো সেই বিব্রতকর স্মৃতি।
স্টামফোর্ড ব্রিজে নামার আগে দলের আত্মবিশ্বাস তাই স্বাভাবিকভাবেই তলানিতে। কিন্তু তারপরও নিজেদের বিশ্বাস রাখতে বলছেন ল্যাম্পার্ড। আরও গোল হজম করতে পারতেন। ম্যাচের অনেকটা সময় তারা খেলেছেন ১০ জন নিয়ে। সবমিলিয়ে তাই আশাবাদী চেলসি কোচ, 'স্টামফোর্ড ব্রিজে বিশেষ কিছু হতে পারে। আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে।'
বিশ্বাস থাকলেই সব বদলে যেতে পারে বলে মনে করেন এ কোচ, 'কখনো কখনো আত্মবিশ্বাস, তা ব্যক্তিগত হোক বা দলের, আপনি যদি কাজ চালিয়ে যান তবে কিছু পরিবর্তন হতে পারে। দরজা খোলা আছে। এটা এখন আমাদের উপর নির্ভর করে যে এটাকে লাথি মেরে খুলতে হবে। বিশ্বাসের কিছুটা অভাব আছে। খেলোয়াড়রা জানে না তারা কতটা ভালো। সেখানে কিছু ভালো ছিল। আগামী সপ্তাহে বড় লড়াই হবে।'
নিজেদের স্মৃতিকে আরও উজ্জ্বল করতে শিষ্যদের মানসিকতা বদলানোর অনুরোধও করেন ল্যাম্পার্ড, 'কিছু বিশদ বিবরণ এবং মানসিকতার ব্যাপার রয়েছে, আমাদের আরও ইতিবাচক হতে হবে। যদি আমরা তা করি... আমি স্ট্যামফোর্ড ব্রিজে সেই রাতে জড়িত ছিলাম।'
Comments