মাঠে মেসি হাঁটেন, দেখেন, এরপর প্রতিপক্ষকে 'হত্যা' করেন
এক পরিসংখ্যানে দেখা গিয়েছে খেলতে নেমে ম্যাচের ৮৩ শতাংশ সময় হাঁটাহাঁটি করেই পার করে দেন লিওনেল মেসি। অর্থাৎ গড়ে ৯০ মিনিটের ম্যাচে মাত্র ১৫ মিনিট দৌড়ান আর্জেন্টাইন অধিনায়ক। তবে হাঁটার ওই সময়ে প্রতিপক্ষের রক্ষণের ফাঁক-ফোঁকর খুঁজে বের করেন বলে জানান তার সাবেক বার্সেলোনা সতীর্থ মার্ক কুকুরেয়া। এরপর বাকি গল্প তো প্রায় সবারই জানা।
গত এক যুগেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে রাজত্ব করে চলেছেন মেসি। অর্জন করেছেন সম্ভাব্য সব কিছু। সর্বকালের সেরার প্রশ্নে তাকেই সেরা মানেন প্রায় সব ফুটবল বোদ্ধারা। কিন্তু তারপরও তাকে নিয়ে একটি বিতর্ক প্রায়ই হয়। মাঠে খুব বেশি দৌড়াতে দেখা যায় না তাকে। তবে এই হাঁটাহাঁটিটা তার কৌশলের অংশ বলেই মনে করেন কুকুরেয়া।
মেসির মতো লা মাসিয়া একাডেমী থেকে উঠেছেন কুকুরেয়া। তার সঙ্গে একত্রে খেলেছেন। নিয়মিত অনুশীলন করেছেন অনেকটা সময়। তাই কাছ থেকেই মেসিকে দেখেছেন তিনি। সম্প্রতি গোলডটকমে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন অধিনায়কের উচ্ছ্বসিত প্রশংসাই ঝরে এই চেলসি ডিফেন্ডারের কণ্ঠে।
ফুটবল ইতিহাসে কে সেরা প্রশ্নে কুকুরেয়া বলেন, 'লিওনেল মেসি, কারণ আমার কাছে সেই বিশ্বের এক নম্বর। আমি তার সঙ্গে বার্সেলোনায় খেলেছি এবং আমি তার সঙ্গে অনেক অনুশীলন করেছি।'
এরপরই মেসির গুণাগুণ নিয়ে কথা বলেন তিনি, 'সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হল যে ম্যাচে আপনি যখন দেখেন তিনি অনেক হাঁটছেন, (কিন্তু) তিনি সবকিছু দেখছেন, (ফাঁকা) জায়গা খুঁজতে থাকেন। এরপর যখন তিনি বল পান তখন তার মনে সব তথ্য থাকে এবং মনের মধ্যে থাকা সেই ফাঁকা জায়গা দিয়ে অন্য দলকে 'হত্যা' করতে তৈরি হয়ে যান।'
Comments