গেতাফের মাঠে পয়েন্ট খোয়াল বার্সেলোনা

অন্য প্রতিযোগিতায় যেমন তেমন, লা লিগায় এবার উড়ছিল বার্সেলোনা। তাতে মাঝ পথেই দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে বড় লিড পেয়েছিল দলটি। কিন্তু হুট করেই গোল করতে ভুলে গেছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তৃতীয় ম্যাচে গোলহীন রইল কাতালান ক্লাবটি। শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে আরও একটি হোঁচট খেল তারা।
রোববার গেতাফের মাঠে লা লিগার ম্যাচে স্বাগতিকদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। আগের রাউন্ডেই জিরোনার বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল দলটি। এর আগে কোপা দেল রে'র ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চার গোল হজম করলেও লক্ষ্যভেদ করতে পারেনি ব্লুগ্রানারা।
পয়েন্ট খোয়ালেও শীর্ষেই রয়েছে বার্সেলোনা। ২৯ ম্যাচে ২৩টি জয় ও চার ড্রয়ে ৭৩ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ১তম স্থানে আছে গেতাফে। ৬২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের আগে এদিন অভিনব সিদ্ধান্ত নিয়েছিল বার্সা। নিজেদের শহর থেকে গেতাফে ৫০৬ কিলোমিটার দূরে হলেও পরিবেশ দূষণের কথা ভেবে প্রথমবার রেলভ্রমণ করে তারা। সাধারণত দূরের পথে আকাশপথকেই বেছে নেয় দলগুলো। আর সিদ্ধান্তটা যে ভালো হয়নি তা বোঝা গিয়েছে মাঠে। ভ্রমণের ধকলেই হয়তো বর্ণহীন ফুটবলের পয়েন্ট খোয়ায় দলটি।
তবে ম্যাচে বরাবরের মতোই বল নিয়ন্ত্রণে এগিয়ে ছিল বার্সেলোনাই। ৬৬ শতাংশ সময় বল দখলে ছিল তাদের। কিন্তু জমাট কোনো আক্রমণ করতে পারেনি দলটি। শট নেয় মাত্র আটটি, যার তিনটি ছিল লক্ষ্যে। অন্যদিকে তিন শট নিয়ে একটি লক্ষ্যে রাখে গেতাফে। তুলনামূলক ভালো সুযোগ ছিল তাদেরই।
ম্যাচের পঞ্চম মিনিটে বোরহা মায়োরালের ক্রস থেকে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন মুনির এল হাদ্দাদি। কিন্তু তার হেড লক্ষ্য থাকেনি। অন্যথায় শুরুতেই পিছিয়ে পড়তে পারতো বার্সা।
২৫তম মিনিটে বলার মতো প্রথম আক্রমণ করে বার্সা। তবে ভাগ্য সঙ্গে ছিল তাদের। দুইবার বারপোস্টে লেগে ফিরে আসে বল। রবার্ট লেভানদোভস্কির কাছ থেকে বল পেয়ে রাফিনহার নেওয়া শট বারপোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে আলেহান্দ্রো বাল্দের শটও পোস্টে লাগে!
প্রথমার্ধের যোগ করা লেভানদোভস্কির হেড ঝাঁপিয়ে রক্ষা করেন গেতাফে গোলরক্ষক দাভিদ সোরিয়া। ৭৫তম মিনিটে রাফিনহার দূরপাল্লার শট কর্নারের বিনিময়ে ঠেকান গেতাফে গোলরক্ষক।
নির্ধারিত সময়ের তিন মিনিট আগে দিনের সেরা সুযোগ নষ্ট করেন মায়োরাল। পাল্টা আক্রমণ থেকে একেবারে ফাঁকায় বল পেয়েও লক্ষ্যে রাখতে পারেননি তিনি।
Comments