১৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে এসি মিলান

সেই ২০০৭ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালে উঠেছিল এসি মিলান। ঐতিহ্যের আসরের দ্বিতীয় সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়নরা এবার ফিরিয়ে আনল ১৬ বছর আগের দিন। আরেক ইতালিয়ান ক্লাব নাপোলিকে আশাহত করে শেষ চারে পা রেখেছে মিলান।
প্রথম লেগে ১-০ ব্যবধানে হেরে ব্যাকফুটে ছিল নাপোলি। মঙ্গলবার রাতে খেলা ছিল নিজেদের মাঠ দিয়াগো ম্যারাডোনা স্টেডিয়ামে। কিন্তু পারল না নাপোলি। শেষ মুহূর্তে গোল করে ম্যাচ ১-১ গোলে ড্রে করেছে তারা। তাতে ২-১ গোলে এগিয়ে সেমির টিকেট পেয়ে গেছে এসি মিলান।
নিজেদের মাঠে প্রচুর চাপিয়ে খেলে প্রতিপক্ষের উপর প্রভাব বিস্তার করতে চেয়েছিল নাপোলি। ইতালিয়ান সিরি আতে পয়েন্ট টেবিলে অনেকখানি এগিয়ে থাকা দলটি চ্যাম্পিয়ন্স লিগে এসে পেল না কূল। বিরতির ঠিক আগে তাদের জালে বল জড়িয়ে দেন অলিভিয়ে জিরুড। ঐ গোল একদম অন্তিম সময় পর্যন্ত ধরে রাখে মিলান। গোল শোধ করেও এগিয়ে যাওয়ার আর সুযোগ মেলেনি নাপোলির।
অথচ ম্যাচের প্রথম ২০ মিনিটের মাঝে গোলমুখে ছয়টি শট নিয়েছিল নাপোলি, একটি কাজে লাগেনি। মিলান অবশ্য এগিয়ে যেতে পারত ২১ মিনিটে। রাফায়েল লেয়াওকে ডি বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পেয়েছিল মিলান।
কিন্তু স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন ফরাসি তারকা জিরুড। এই ফরোয়ার্ড ২৭ মিনিটেও আরেক সুযোগ নষ্ট করেন। ৪৩ মিনিটে গিয়ে অবশ্য তিনি পান গোলের দেখা।
আক্রমণ বানিয়ে দেন লেয়াও। তার বাড়ানো পাস থেকে বল পেয়ে বা পায়ের শটে জালে জড়ান জিরুড। দুই লেগ মিলিয়ে দুই গোলে পিছিয়ে পড়ে অনেকটা নিস্তেজ হয়ে পড়ে নাপোলি। কোনভাবেই আর ম্যাচে ফেরার পরিস্থিতি তৈরি করতে পারছিল না তারা।
৯০ মিনিটের সময় হেডে গোল শোধ করে সামান্য নাটকীয়তার আভাস দেন স্ট্রাইকার ওসিমেহেন। কিন্তু সেই নাটক আর জমেনি। রক্ষণ শক্ত রেখে বাকিটা সময় কাটিয়ে দেন মিলান।
Comments