বেনজেমা বনাম লেভানদোভস্কি : জমে উঠেছে পিচিচির লড়াই

অসাধারণ পারফরম্যান্সে গত মৌসুমে পিচিচি জিতে নিয়েছিলেন করিম বেনজেমা। কিন্তু চলতি মৌসুমে বার্সেলোনা তারকা রবার্ট লেভানদোভস্কির চেয়ে বেশ পিছিয়ে পড়েছিলেন তিনি। তবে আলমেরিয়ার বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক তুলে পিচিচি লড়াই জমিয়ে দিয়েছেন বর্তমান ব্যালন ডি'অর জয়ী এ তারকা।
শনিবার রাতে স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রিয়াল বেটিসকে ৪-০ ব্যবধানে হারিয়েছে ব্লুগ্রানারা। যেখানে একবার লক্ষ্যভেদ করেছেন লেভানদোভস্কি। অন্যদিকে আলমেরিয়াকে ৪-২ গোলের ব্যাবধানে হারায় রিয়াল। ম্যাচের প্রথমার্ধেই তিন গোল করে হ্যাটট্রিক আদায় করেন নেন বেনজেমা। তাতে লেভার সঙ্গে গোলের ব্যবধান কমিয়ে আনেন বেনজেমা।
মূলত ইনজুরির কারণে এবার পিছিয়ে পড়েছিলেন বেনজেমা। এ মৌসুমে লা লিগাতেই এখন পর্যন্ত ম্যাচ মিস করেছেন ১১টি ম্যাচ। এরমধ্যে কেবল একটি ম্যাচে তাকে রাখা হয়নি স্কোয়াডে। বাকি ১০টি ম্যাচে ইনজুরি বাঁধা হয়ে দাঁড়ায়। ফলে খেলতে পেরেছেন ২০টি ম্যাচ। যেখানে দুটি হ্যাটট্রিক সহ গোল পেয়েছেন ১৭টি।
অন্যদিকে লা লিগায় এবার মোট ৪টি ম্যাচ মিস করেছেন লেভানদোভস্কি। হ্যামস্ট্রিং ইনজুরিতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলতে পারেননি তিনি। তবে নিষেধাজ্ঞার কারণে মিস করেছেন ৩টি ম্যাচ। বেনজেমার চেয়ে সাত ম্যাচ বেশি খেলে অর্থাৎ ২৭ ম্যাচে অংশ নিয়ে গোল করেছেন মোট ১৯টি।
একে অপরকে ছাড়িয়ে যাওয়ার জন্য সামনে আরও পাঁচটি করে ম্যাচ রয়েছে দুইজনের সামনেই। এরমধ্যে দুই দলেরই তিনটি করে ম্যাচ ঘরের মাঠে। রিয়াল সোসিয়েদাদ, গেতাফে, ভ্যালেন্সিয়া, সেভিয়া ও অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মোকাবেলা করবে রিয়াল। অন্যদিকে বার্সা লড়বে ওসাসুনা, এস্পানিওল, রিয়াল সোসিয়েদাদ, রিয়াল ভায়াদলিদ ও সেলতা ভিগোর সঙ্গে।
এদিকে আগের দিনের হ্যাটট্রিকে লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছেন বেনজেমা। পেছনে ফেলেছেন মেক্সিকান কিংবদন্তি হুগো সানচেজকে। লা লিগায় বেনজেমার মোট গোল ২৩৪টি।
Comments