ক্ষমা চাইলেন মেসি

কোচ ও ফুটবল পরিচালকের অনুমতি না নিয়ে সৌদি আরবে গিয়ে ক্লাবের নিষেধাজ্ঞায় পড়েছেন লিওনেল মেসি। তার উপর খেপেছেন ক্লাবটির সমর্থকরাও। তার বাড়ির সামনে গিয়ে নানা কটূক্তিও করেছেন তারা। তবে এরমধ্যেই ক্লাব, সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
শুক্রবার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে এক ভিডিও বার্তায় ক্ষমা চান মেসি, 'হ্যালো, যা ঘটছে তার জন্য আমি এই ভিডিওটা তৈরি করতে চেয়েছি। প্রথমত, আমি আমার ক্লাব সতীর্থদের কাছে ক্ষমা চাইছি।'
এরপর হঠাৎ সৌদি আরবে যাওয়ার ব্যাখ্যা দিয়ে আরও একবার ক্ষমা চেয়ে সাবেক বার্সা তারকা বলেন, 'সত্যি বলতে কি, আমি ভেবেছিলাম ম্যাচের পর সব সময়ের মতো ছুটি থাকবে। সৌদি আরবে এই সফরটা আগে থেকেই ঠিক করা ছিল, পরে সেটা আর বাতিল করতে পারিনি। আগেও আমি এ সফর বাতিল করেছিলাম। যা হয়েছে তার জন্য আমি আরও একবার ক্ষমা চাচ্ছি। এখানে আমি আছি, ক্লাব কি করে তা দেখার অপেক্ষায়। আর বেশি কিছু নয়। শুভেচ্ছা।'
লরিয়ঁর বিপক্ষে হারের পর গত সোমবার সৌদি উড়ে গিয়েছিলেন মেসি। অথচ ১-৩ ব্যবধানে সেই হারের পর খেলোয়াড়দের উপরও বেজায় চটেছিলেন কোচ ক্রিস্তফ গালতিয়ের। অনেক খেলোয়াড়ই নিজের সেরা স্তরে ছিলেন না বলে তোপ দাগিয়েছিলেন। সরাসরি না বললেও মেসিও যে এর বাইরে নন সে ইঙ্গিত ছিল স্পষ্ট। সে ম্যাচে নিজের সেরা ছন্দে ছিলেন না এ তারকা।
এরপর দিনই মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করে পিএসজি। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে প্যারিসিয়ানদের হয়ে খেলা ত দূরের কথা অনুশীলনও করতে পারবেন না মেসি। পাবেন না কোনো বেতন-ভাতাও। নিষিদ্ধ করার পাশাপাশি তাকে জরিমানাও করা হয়। তবে জরিমানার অঙ্কের পরিমাণ জানা যায়নি।
এদিকে অনুমতি ছাড়া সৌদি যাওয়ায় আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে পিএসজি চুক্তি নবায়নই করতে চায় না বলে জানিয়েছে ফ্রান্সের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম লা'কিপ। ক্লাব থেকে তাকে আর নতুন করে কোনো প্রস্তাব দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে তারা। এমনটা হলে চলতি মৌসুম শেষেই শেষ হচ্ছে মেসির পিএসজি অধ্যায়।
Comments