সাফের প্রস্তুতিতে কম্বোডিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ

আসছে সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ১৫ জুন কম্বোডিয়ায় এই ম্যাচ হবে বলে জানিয়েছেন জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।
ভারতের বেঙ্গালুরুতে ২১ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ।
রোববার বাফুফেতে সভা শেষে গণমাধ্যমে এই তথ্য দেন নাবিল, 'আমাদের লিগ ৩ জুন বন্ধ হয়ে যাবে। ৪ জুন থেকে শুরু হবে ক্যাম্প। ক্যাম্পটি হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। সেখানের পাশেই একটা হোটেলে থাকবে দল।'
'আমরা কয়েকটি ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। কম্বোডিয়া ১৫ জুন ফিফা উইন্ডোতে খেলতে পারবে। এই ম্যাচের আগে কম্বোডিয়ায় আমরা প্রস্তুতি নেব। ১৬ জুন আমরা বেঙ্গালুরু যাব।'
এবার সাফে দক্ষিণ এশিয়ার বাইরে অতিথি দল হিসেবে খেলবে কুয়েত৷ কুয়েতের অংশ নেয়া নিশ্চিত হওয়ায় চ্যালেঞ্জ বাড়ল বলে মনে করছেন নাবিল, 'কুয়েত আসায় টুর্নামেন্ট আরও চ্যালেঞ্জিং হবে। আমরা কোচকে বলেছি এটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট।'
Comments