'অনিয়মে'র অভিযোগে জরিমানার কবলে বার্সেলোনা

এমনিতেই দেনায় ডুবে আছে বার্সেলোনা। নতুন মৌসুমে খেলোয়াড় কিনতে খরচ কমাতে হিমসিম খেয়ে উঠছে ক্লাবটি। এরমধ্যেই আবার আরও দুঃসংবাদ পেয়েছে দলটি। খেলোয়াড় কেনা-বেচার সময়ে অর্থ প্রদানে 'অনিয়মিত' অর্থ প্রধানের অভিযোগে ক্লাবটিকে জরিমানা করেছে স্প্যানিশ কর কর্তৃপক্ষ।
স্প্যানিশ সংবাদ মাধ্যম এল কনফিডেনশিয়ালের সংবাদ অনুযায়ী, ২০১৯ সালে থেকে বার্সেলোনার কিছু খেলোয়াড় কেনা-বেচা সহ আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করে হ্যাসিন্ডা নামে পরিচিত ট্যাক্স এজেন্সির তদন্ত কমিটি। তদন্তের রিপোর্ট পাওয়ার পর অভিযোগের সত্যতা পাওয়ায় ১৫.৭ মিলিয়ন ইউরো জরিমানা করা হয় বার্সেলোনাকে।
মূলত ক্লাবটির সাবেক দুই খেলোয়াড় আর্দা তুরান ও অ্যালেক্স সংকে দেয়া অর্থের তথ্যে গড়মিল পেয়েছে কর কর্তৃপক্ষ। দুই পক্ষের সম্মতিতে ক্ষতিপূরণে জন্য দেওয়া অর্থের পরিমাণও গোপন রাখে তারা। এছাড়া গড়মিল পায় খেলোয়াড় ও স্টাফদের ধারের মাধ্যমে অডি কার দেওয়া ও চার্টার্ড ফ্লাইটের খরচের তথ্যেও।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সময় থেকে গত তিন মৌসুম ধরেই অর্থ সংকটে ভুগছে বার্সেলোনা। তার উপর চলতি মৌসুমে লিওনেল মেসিকে ফেরাতে চায় ক্লাবটি। অথচ নতুন খেলোয়াড় স্বাক্ষর করাতে হলে ক্লাবের মজুরি বিলই কমাতে হবে ২০০ মিলিয়ন ইউরো। এরমধ্যেই এই জরিমানা মাথাব্যথার কারণ হয়ে উঠেছে ক্লাবটির জন্য।
Comments