তবুও ফাইনালের স্বপ্ন দেখছেন মিলান কোচ

১৬ বছর পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার হাতছানি। কিন্তু সেখানে শুরুতেই ধাক্কা। প্রথম সেমি-ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের কাছে হেরে গেছে এসি মিলান। ফলে ফাইনালে ওঠার সমীকরণ বেশ কঠিন হয়ে গেছে তাদের জন্য। কিন্তু সেই কঠিন সমীকরণ মিলিয়ে ফাইনালে খেলার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী মিলান কোচ স্তেফানো পিউলি।
আজ মঙ্গলবার রাতে সানসিরোতে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই মিলান। প্রথম লেগের ম্যাচে এসি মিলানকে ২-০ গোলের ব্যবধানে হারায় ইন্টার মিলান। ম্যাচের ১২ মিনিটের মধ্যেই এডেন জেকো ও হেনরিখ মিখিতারিয়ান দুই গোলের লিড এনে দেন। যা শেষ পর্যন্ত ধরে রাখে দলটি।
দুই গোলে পিছিয়ে থাকায় স্বাভাবিকভাবেই ফাইনালে মিলানকে নিয়ে ভাবছেন খুব কম মানুষই। কিন্তু আসরের শুরুতে যে দলটি সেমি-ফাইনাল পর্যন্ত খেলবে সেটাও খুব বেশি মানুষ ভাবেনি। কিন্তু দারুণ চমক উপহার দিয়ে শেষ চারে দলটি। সেই চমক আরও একবার দেখাতে মুখিয়ে আছেন পিউলি।
দ্বিতীয় লেগের ম্যাচের আগে বললেন, 'আমরা জানি যে আমরা পিছিয়ে থেকে শুরু করছি, তবে আমাদের এটাকে পাল্টে দেওয়ার সামর্থ্যও রয়েছে। এখন, আগের চেয়েও বেশি, কেউ ভাবছে না যে মিলান ফাইনালে উঠতে পারবে। আমরা দারুণ একটি ম্যাচ খেলতে পারি এবং আমি জানি আমার খেলোয়াড়রা কতটা শক্তিশালী।'
'আমরা কিছু ভুল করেছি, কিন্তু অতীত এখন অপ্রাসঙ্গিক। আমাদের মাথায় একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য রয়েছে - জয়ী হওয়া এবং ফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জন করা, যা কেউ ভবিষ্যদ্বাণী করেনি, ঠিক যেমন বছরের শুরুতে কেউ সেমি-ফাইনালে আমাদের উপস্থিতি নিয়ে ভবিষ্যদ্বাণী করেনি,' যোগ করেন এ কোচ।
ইনজুরির কারণে প্রথম লেগের ম্যাচে দলের সবচেয়ে নির্ভরযোগ্য তারকা রাফায়েল লিয়াওকে পায়নি মিলান। তবে চোট কাটিয়ে অনুশীলন করতে দেখা গেছে এ পর্তুগিজ তারকাকে। ম্যাচেও তাকে পাওয়া যাবে কি-না জানতে চাইলে মিলান কোচ বলেন, 'ও (লিয়াও) ভালো আছে, যেমনটা (মিডফিল্ডার রাদে) ক্রুনিক এবং (উইঙ্গার জুনিয়র) মেসিয়াস। যদি সবকিছু ঠিকঠাক মতো হয় তবে তারা ম্যাচে খেলতে পারে।'
তবে ছেড়ে কথা বলবে না ইন্টারও। নিজেদের চেনা ছন্দে খেলেই ফাইনাল নিশ্চিত করতে চান দলটির কোচ সিমন ইনজাঘি, 'আমরা জানি এটা ইন্টারের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলির মধ্যে একটি। আমাদের একটি সুবিধা আছে, প্রাপ্যও বটে। আমাদের এতা কেবল ম্যানেজ করলে হবে না, আমাদেরকে ইন্টার হিসেবে খেলতে হবে। এটা জেনে যে আমাদের সামনে একটি শক্তিশালী দল রয়েছে।'
'আমরা একটি স্বপ্ন থেকে ৯০ মিনিট দূরে আছি, যা আমার এবং এই বিস্ময়কর ছেলেদের স্বপ্নও। এখানে ঠাণ্ডা মাথায় এবং উষ্ণ হৃদয় লাগবে। এই ধরনের ম্যাচের জন্য এটাই একমাত্র উপায়,' যোগ করেন ইন্টার কোচ।
Comments