উন্মোচিত হলো ২০২৬ বিশ্বকাপের লোগো

বাজতে শুরু করল আগামী ২০২৬ বিশ্বকাপের দামামা। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনের এ বিশ্বকাপের জন্য অফিশিয়াল লোগো প্রকাশ করেছে ফিফা। লস অ্যাঞ্জেলেসের গ্রিফিথ অবজারভেটরিতে ফুটবলের বৃহত্তম টুর্নামেন্টের এই লোগো প্রকাশ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

লোগোটি উন্মোচন করেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবং দুইবারের বিশ্বকাপজয়ী রোনালদো নাজারিও। তবে এবারের লোগোর সামনের অংশে রয়েছে ফিফা বিশ্বকাপ ট্রফির একটি বাস্তব চিত্র এবং ব্যাকগ্রাউন্ডে গাঢ় করে টুর্নামেন্টের বছর অর্থাৎ '২৬' উল্লেখ রয়েছে। এবারই প্রথম বিশ্বকাপ ট্রফি অফিসিয়াল লোগোতে ব্যবহার করা হয়েছে।

আগেই জানা আগামী বিশ্বকাপ ৩২ দল থেকে বেড়ে হচ্ছে ৪৮ দলের আসর। তার উপর আয়োজক তিনটি দেশ। ফলে বাড়ছে ম্যাচের সংখ্যা। একই সঙ্গে যাতায়াত, সময় ও পরিবেশগত পার্থক্যও বাড়ছে। এদিন এই সমস্যার সমাধান দিয়েছেন ফিফা সভাপতি। শুরুর রাউন্ডে দলগুলোকে রাখা হবে তাদের সুবিধাজনক স্থানে। যাতে ম্যাচ খেলতে যাতায়াত, সময় ও পরিবেশগত সুবিধা হবে।

লোগো উন্মোচনের সঙ্গে পাশাপাশি হ্যাশট্যাগ ক্যাম্পেইনও চালু করেছেন ফিফা প্রেসিডেন্ট। 'উই আর ২৬' ক্যাম্পেইন চালু করে বলেন, 'তিনটি দেশ ও গোটা মহাদেশ সম্মিলিতভাবে এটাই বলার সময় "আমরা বিশ্বকে স্বাগত জানাতে এবং সর্বকালের সবচেয়ে বড় ও সেরা বিশ্বকাপ উপহার দিতে প্রস্তুত।"'

ইনফান্তিনো আরও জানিয়েছেন, ১৬টি আয়োজক শহরের প্রত্যেকের নিজস্ব স্বতন্ত্র ব্র্যান্ড থাকবে যা আরও বেশি রঙ এবং আইকনোগ্রাফি দিয়ে তৈরি প্রতিটি লোগো বিশ্বকাপের আয়োজক শহরগুলোর জন্য বাড়তি মাত্রা যোগ করবে।

উল্লেখ্য, বাইরের এজেন্সির সহায়তা নিয়ে এই লোগোটি ডিজাইন করেছে ফিফার ব্র্যান্ড টিম। তবে কাদের সাহায্য নেওয়া হয়েছে তা জানানো হয়নি। 

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

4h ago