মেসির সঙ্গে আমার ভবিষ্যৎ যুক্ত নয়: বুসকেতস

মৌসুম শেষে ক্লাব ছাড়বেন বলে জানিয়ে দিয়েছেন বার্সেলোনা অধিনায়ক সের্জিও বুসকেতস। যদিও তার সাবেক সতীর্থ ও কোচ জাভি হার্নান্দেজ তাকে আরও এক মৌসুম চান কাতালান শিবিরে। তবে ক্লাব ছাড়লেও আগামী মৌসুমে কোথায় খেলবেন তা নিশ্চিত করেননি বুসকেতস। এদিকে গুঞ্জন রয়েছে বুসকেতস ক্লাব ছাড়লে বার্সেলোনায় আর ফিরবেন না লিওনেল মেসি।
বার্সেলোনার সঙ্গে চলতি বছরের জুনের শেষে চুক্তির মেয়াদ ফুঁড়বে বুসকেতসের। নতুন মৌসুমে সৌদি আরবের প্রো লিগে যাওয়ার গুঞ্জন চড়া। যেখানে যাওয়ার গুঞ্জন রয়েছে মেসিরও। সাবেক দুই সতীর্থকে দেখা যেতে পারে একসঙ্গে। সেই সম্ভাবনা রয়েছে বার্সেলোনাতেও। কিন্তু বুসকেতস বার্সা ছাড়লে মেসির ফেরার সম্ভাবনা কম। তাই ক্লাবটি চাইছে বুসকেতসকে ধরে রাখতে। তবে মেসির সঙ্গে নিজের ভবিষ্যৎ যুক্ত থাকার এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বুসকেতস।
আগের দিন রিয়াল সোসিয়েদাদের মাঠে ০-২ গোলের ব্যবধানে হেরেছে বার্সেলোনা। তবে এর আগেই এস্পানিওলের মাঠে জয় তুলে লিগ শিরোপা নিশ্চিত করে দলটি। কিন্তু সেদিন স্থানীয় সমর্থকদের তোপে শিরোপা উদযাপন করতে পারেননি তারা। তাই আগের দিন হারলেও উদযাপন করে দলটি। সেই ম্যাচ শেষেই নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন বুসকেতস।
মেসির সঙ্গে নিজের ভবিষ্যৎ যুক্ত নয় জানিয়ে এই মিডফিল্ডার বলেন, 'এটা (ভবিষ্যৎ) কোনো কিছুর সঙ্গে যুক্ত নয় বা কোনোকিছুর সঙ্গে ছিলও না। প্রত্যেককেই নিজের সিদ্ধান্ত নিতে হবে, প্রত্যেকেরই তার জীবন, তার উদ্দেশ্য এবং তার পরিবার আছে। অবশ্যই আমরা সবাই লিওর সঙ্গে আবার খেলতে চাই কারণ সে বিশ্বের সেরা।'
বার্সেলোনা থেকে যদি মেসির বন্ধুরা অর্থাৎ বুসকেতস ও জর্দি আলবারা চলে গেলে মেসিকে না পাওয়ার কথা উঠে আসে সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে সংবাদ সম্মেলনে। সেখানে বুসকেতসের ঠোঁটকাটা উত্তর, 'এতে আমার কিছুই করার নেই।'
Comments